Redmi A2 Plus স্মার্টফোন ৯ হাজার টাকার কমে লঞ্চ হল
Redmi A2 Plus ফোন 9000 টাকার চেয়েও কম দামে লঞ্চ হল 4GB RAM এবং 128GB স্টোরেজ সহযোগে।
স্মার্টফোন কোম্পানি রেডমি গতকাল ভারতের বাজারে তাদের সস্তা স্মার্টফোন Redmi A2 Plus এর নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই ফোনে 4GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এই ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 8,499 টাকা। আপনাদের জানিয়ে রাখি যে এতদিন ভারতের বাজারে এই ফোনটির 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ সহ বিক্রি করা হত। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির এই নতুন ভেরিয়েন্টের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Redmi A2 Plus এর নতুন ভেরিয়েন্টে 4GB র্যাম ও 128GB স্টোরেজ যোগ করা হয়েছে, যার দাম রাখা হয়েছে মাত্র 7,999 টাকা। এই সস্তা রেডমি ফোনটিকে আপনি ই-কমার্স সাইট Amazon এবং কোম্পানির অফিসিয়াল সাইট MI.com এর পাশাপাশি Xiaomi retail partners এর মাধ্যমে ক্রয় করতে পারবেন। ফোনটি Aqua Blue, Classic Black এবং Sea Green কালারে উপলব্ধ হয়েছে।
আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি
Redmi A2 প্লাস ফোন ফিচার
- ডিসপ্লেঃ Redmi A2 প্লাস ফোনটিতে রয়েছে 20:9 আসপেক্ট রেশিও ও 1600 পিক্সেল বাই 720 পিক্সেল রেজলিউশন যুক্ত 6.52 ইঞ্চির এইচডি+ ডট নচ ডিসপ্লে।
- ক্যামেরাঃ এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে F/2.0 অ্যাপারচার সহ একটি 8-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে, যা সেকেন্ডারি AI লেন্সের সাথে কাজ করবে। সেলফির জন্য এই ফোনে F/2.2 অ্যাপারচার সহ 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- অপারেটিং সিস্টেম ও প্রসেসরঃ এই ফোনটি অ্যান্ড্রয়েড ‘গো এডিশন’ চলবে। এই ফোনটিতে 2.2 গিগাহার্টস ক্লক স্পীডযুক্ত মিডিয়াটেক হেলিও জি36 অক্টাকোর প্রসেসর রয়েছে। এতে 3GB virtual RAM ফিচারও রয়েছে।
- ব্যাটারিঃ পাওয়ার ব্যাকআপের জন্য এতে আপনি পেয়ে যাবেন 5,000mAh এর ব্যাটারি। যা 10W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
- অন্যান্য ফিচারঃ এটি একটি 4G ফোন যার মধ্যে Bluetooth 5.0 ভার্সন, 2.4GHz Wi-Fi এবং 3.5mm জ্যাক দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম