Redmi A3 launched with powerful features- Redmi কোম্পানি ভারতে বাজেট ক্যাটাগরির ফোনের মধ্যে Xiaomi তাদের ‘A’ সিরিজের অধীনে নতুন Redmi A3 ফোন লঞ্চ করেছে। MediaTek Helio G36 চিপসেট সহ এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.71 ইঞ্চির HD + LCD ডিসপ্লে। এটিতে 6GB পর্যন্ত RAM এবং 6GB পর্যন্ত ভার্চুয়াল RAM সাপোর্ট করবে। এছাড়াও, এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ইউএসবি টাইপ সি পোর্ট এবং 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ
-
WINGS Nuvobook Core i5 11th Gen ল্যাপটপ কিনুন অর্ধেক দামে
-
Samsung Galaxy M34 5g ফোনটিকে শীঘ্রই কিনে নিন একদম জলের দরে
Redmi A3 ফোনের 3GB RAM ও 64GB মডেলের জন্য আপনাকে দিতে হবে মাত্র 7,299 টাকা। আবার ফোনটির 4GB RAM ও 128GB দাম পড়বে 8,299 টাকা এবং 6GB RAM ও 128GB মডেলের জন্য 9,299 টাকা খরচ করতে হবে। আগামী 23শে ফেব্রুয়ারি থেকে, এই ফোনটি Flipkart, Mi.com, Mi Home স্টোর এবং খুচরা স্টোর থেকে ক্রয় করা যাবে।
Redmi A3 ফোন ফিচার
- এই ফোনটিতে 6.71-ইঞ্চির HD+ IPS LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে 1650 বি 720 পিক্সেল রেজোলিউশন, 90 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং এতে কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা দেওয়া হয়েছে। MediaTek Helio G36 octa-core প্রসেসর এবং 2.2GHz ক্লক স্পিড এবং 12nm প্রসেসে তৈরি করা হয়েছে এবং গ্রাফিক্সের জন্য এই ফোনে IMG PowerVR GE8320 @ 680MHz GPU দেওয়া হয়েছে।
- এই ফোনে আপনি পেয়ে যাবেন 3GB/4GB/6GB LPDDR4X RAM এবং 64GB/128GB eMMC 5.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে। মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। ফোনটি Android 13 Go Edition অপারেটিং সিস্টেম চলবে।
- ফটোগ্রাফির জন্য, এই ফোনটিতে F/2.0 অ্যাপারচার সহ একটি 8MP প্রাথমিক ক্যামেরা সেন্সর এবং LED ফ্ল্যাশ সহ একটি সেকেন্ডারি AI লেন্স পেয়ে যাবেন। সেলফির জন্য এতে দেওয়া হয়েছে 5MP ফ্রন্ট ক্যামেরা। কানেক্টিভিটির জন্য এই ফোনে ডুয়াল 4G VoLTE, WiFi 802.11 V/G/N, Bluetooth 5.0 ভার্সন, GPS+GLONASS এবং USB Type C পোর্ট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনটিতে 10W চার্জিং সাপোর্ট সহ 5000mAh ব্যাটারি পেয়ে যাবেন।
- এতে 3.5 মিমি অডিও জ্যাক, এফএম রেডিও এবং সিকুরিটির জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
আরও পড়ুনঃ