Redmi Note 10 Pro স্মার্টফোনটিকে কোম্পানি ভারতের বাজারে আগের বছর মার্চ মাসে লঞ্চ করেছিল। ফোনটির উপরে ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত অফার।
Redmi Note 10 Pro ফোনটির মধ্যে রয়েছে 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ। এতে আপনি পেয়ে যাবেন কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, 5020mAh এর ব্যাটারি, Qualcomm Snapdragon 732G প্রসেসর, এবং 6.67 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে।
কোম্পানি এই স্মার্টফোনটিকে Dark Nebula, Dark Night, Glacial Blue এবং Vintage Bronze কালার অপশনে পেশ করেছে। এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ডিস্কাউন্টের সাথে ক্রয় করতে পারবেন।
Redmi Note 10 Pro ফোনটিকে এই মুহূর্তে 15,99 টাকা দিয়ে কিনতে পারবেন। যার আসল দাম 19,999 টাকা। এছাড়া ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ব্যাংক অফার। আবার ফোনটিকে নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে ক্রয় করতে পারবেন।
Redmi Note 10 Pro স্মার্টফোন ফিচার
Redmi Note 10 Pro ফোনে রয়েছে 6.67-ইঞ্চির Full HD+ SUPER AMOLED ডিসপ্লে। এর ডিসপ্লে 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট, 20:9 এস্পেক্ট রেসিও, এবং 1200 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করবে। পারফরমান্সের জন্য কোম্পানি এই স্মার্টফোনে Qualcomm Snapdragon 732G প্রসেসর ব্যবহার করেছে। ফোনটির অজন 192 গ্রাম।
এতে 6GB RAM রয়েছে। ফোনটিতে 128GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 512GB পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য এর পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল 64+8+5+2 মেগাপিক্সেলের। এছাড়া সেলফি এবং ভিডিও কলিং এর এতে আপনি পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এই স্মার্টফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 5,020mAh ব্যাটারি দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাবেন। কানেক্তিভিটির জন্য এতে পেয়ে যাবেন 4G VolTE, Wi-Fi, Bluetooth v5.0 ভার্সন, GPRS ইত্যাদি। সেন্সর হিসাবে এতে পেয়ে যাবেন Accelerometer, Gyro Sensor, E-compass, Proximity Sensor, Ambient Light Sensor ইত্যাদি।