108 মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হতে চলেছে Redmi Note 10 স্মার্টফোন।
শাওমি কোম্পানি বাজারে আনতে চলেছে 108 মেগাপিক্সেল ক্যামেরাযুক্ত স্মার্টফোন Redmi Note 10. Redmi Note 10 স্মার্টফোন এর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়েছে। ফোনটির বিস্তারিত তথ্য জানা গেছে এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে।
রেডমি Note 10 ফোনটির বিস্তারিত তথ্য জানা গিয়েছে এমআই ডট কম থেকে। ফোনটির বেস্ট ফিচার হল এর ক্যামেরা এবং ডিসপ্লে। বিশ্বে এই প্রথমবার ১০৮মেগাপিক্সেল ক্যামেরা নিয়ে লঞ্চ হতে হলেছে রেডমি Note 10 এবং Note 10 pro স্মার্টফোন। ফোনটির মধ্যে থাকবে ৫টি রিয়ার ক্যামেরা।
আরও পড়ুনঃ Realme 7 স্মার্টফোনের প্রথম ফ্ল্যাশ সেলে বিক্রি হয়েছে ১,৮০,০০০ ইউনিট।
Redmi Note 10 স্মার্টফোন ফিচার
রেডমি নোট 10 স্মার্টফোনটি ৬.৪৭ ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি মাল্টি টাচ ডিসপ্লে নিয়ে লঞ্চ হবে। যার স্ক্রীন রেজুলসন হল ২৩৪০পিক্সেল বাই ১০৮০পিক্সেল। ফোনটির ডিসপ্লেতে বেবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস৫। ফোনটির মধ্যে থাকবে রিয়েলমি ইউআই১১ অপারেটিং সিস্টেম এবং প্রসেসর থাকবে কোয়াল্কম স্নাপড্রাগন ৭৩০ অক্টাকোর প্রসেসর।
রিপোর্ট অনুযায়ী, রেডমি Note 10 ফোনটি একটি স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হবে। যার মধ্যে থাকবে ৬জিবি র্যাম এবং ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ। কানেক্টিভিটির জন্য দেওয়া হবে Wi-Fi, Bluetooth 5.0, USB Type-C সাপোর্ট, এবং 3.5mm অডিও জ্যাক।
ক্যামেরা- ফোনটিতে থাকছে ৫টি রিয়ার ও একটি সেলফি ক্যামেরা। ৫মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, ১২মেগাপিক্সেলের পোট্রেয়েট সেন্সর, ১০৮মেগাপিক্সেলের পেন্টা সেন্সর, ২০মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এঙ্গেল ক্যামেরা ও ০২মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। এছাড়া সেলফি ও ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে থাকছে ৩২মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
পাওয়ারের জন্য এতে দেওয়া হবে ৫২৬০এমএএইচ এর ব্যাটারি। যেটি ফাস্ট চারজিং প্রযুক্তি সাপোর্ট করবে। সিকুরিটির জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
রেডমি নোট ১০ ফোনটি কালো, সাদা ও সবুজ রঙে কেনা যাবে। ভারতের বাজারে Redmi Note 10 ফোনটিকে কবে লঞ্চ করা হবে সেই সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত জানা যায়নি।