আজ ভারতের বাজারে লঞ্চ হল Redmi Note 11 SE স্মার্টফোন। ফোনটিকে আপনি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করতে পারবেন মাত্র 13,499 টাকা দিয়ে।
Redmi Note 11 SE ফোনটির মধ্যে আপনি পেয়ে যাবেন 6.43 ইঞ্চির HD+ ডিসপ্লে, 5 টি রিয়ার ক্যামেরা সেটআপ, এবং সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা। এছাড়া এর মধ্যে রয়েছে MediaTek Helio G95, Android 11 অপারেটিং সিস্টেম, এবং 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি।
Redmi Note 11 SE ফোনটির দাম রাখা হয়েছে মাত্র 13,499 টাকা। এই দাম ফোনটির 6GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে আপনি Cosmic White, Space Black, Thunder Purple, এবং Bifrost Blue কালারে ক্রয় করতে পারবেন। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে।
Redmi Note 11 SE ফোন ফিচার
Redmi Note 11 SE ফোনের মধ্যে রয়েছে 6.43 ইঞ্চির HD+ Super AMOLED Dot ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2400 পিক্সেল বাই 1080 পিক্সেল, এবং এর ডিসপ্লেতে করনিং গরিলা গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। এতে ডুয়েল 4G ন্যানো সিম সাপোর্ট করবে।
পারফরমান্সের জন্য এতে বেবহার করা হয়েছে MediaTek Helio G95 প্রসেসর। ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমের উপরে কাজ করবে। সিকুরিটির জন্য এতে আপনি পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
ক্যামেরার জন্য আপনি এতে পেয়ে যাবেন 5টি রিয়ার ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি 64 মেগাপিক্সেলের। এছাড়া রয়েছে 64 মেগাপিক্সেলের আরও একটি ক্যামেরা, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং 2 মেগাপিক্সেলের দেপ্ত সেন্সর। সেলফির জন্য এতে 13 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার ব্যাকআপের জন্য Redmi Note 11 SE ফোনে দেওয়া হয়েছে 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা 33W ফাস্ট চারজিং সাপোর্ট করবে। এতে Accelerometer, Gyro Sensor, E-Compass, Light Sensor, Proximity Sensing ইত্যাদি সেন্সর দেওয়া হয়েছে।
কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে 4G, 3G, EDGE, WCDMA, GPRS, Wi-Fi, Bluetooth v5.0 ভার্সন, এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটিকে 6GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ সহ বাজারে এসেছে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ আরও 512GB পর্যন্ত বাড়ানো যাবে।