Redmi Note 12 Pro Speed Edition স্মার্টফোন লঞ্চ হল খুবই কম দামে, দেখুন বিস্তারিত

চীনের বাজারে লঞ্চ হল Redmi Note 12 Pro Speed Edition স্মার্টফোন। এটি কোম্পানির Note 12 সিরিজের চতুর্থ মডেল। এই বছরের অক্টোবর মাসে এই সিরিজের অধীনে Redmi Note 12 Pro, 12 Pro Plus এবং 12 Pro Discovery Edition-এই তিনটি মডেল আনা হয়েছিল।

Redmi Note 12 Pro Speed Edition Smartphone

 

নতুন এই মডেলটি Note 12 Pro এবং Pro Plus মডেলের মাঝামাঝি অবস্থান করে। এতে আপনি পেয়ে যাবেন অ্যামোলেড ডিসপ্লে, পারফরমান্সের জন্য Qualcomm Snapdragon 778G প্রসেসর, 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ। 

আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
এছাড়া এতে রয়েছে শক্তিশালী 5000mAh ব্যাটারি যা ফাস্ট চার্জ সাপোর্ট করবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক Redmi Note 12 Pro Speed Edition-এর দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
 
Note 12 Pro Speed Edition ফোনের 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে 1,699 রেনমিনবি (যা ভারতীয় মুদ্রায় প্রায় 20,187 টাকার মত)। এদিকে এর 8GB RAM ও 256GB স্টোরেজ এবং 12GB RAM ও 256GB স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে 1,799 রেনমিনবি (ভারতীয় মুদ্রায় প্রায় 21,800 টাকা) এবং 1,999 রেনমিনবি (ভারতীয় মুদ্রায় প্রায় 23,730 টাকা)। 
 
ফোনটিকে শিমার গ্রিন, টাইম ব্লু এবং মিডনাইট ব্ল্যাক তিনটি কালারে আনা হয়েছে। ফোনটিকে কবে ভারতের বাজারে আনা হবে, তা এখনও জানা যায়নি।

Redmi Note 12 Pro Speed Edition ফোন ফিচার

Note 12 Pro Speed Edition ফোনে সেন্টার্ড পাঞ্চ-হোল কাটআউট সহ 6.67 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ফুল-এইচডি+ রেজোলিউশন, 900 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট, এবং HDR10+ সাপোর্ট অফার করে।
 
পারফরমেন্সের জন্য এই নতুন ফোনে Qualcomm Snapdragon 778G প্রসেসরদেওয়া হয়েছে, যার সাথে 12GB পর্যন্ত RAM এবং 256GB পর্যন্ত অনবোর্ড স্টোরেজ দেওয়া হয়েছে। এই ফোনে একটি 12-স্তরীয় কুলিং সিস্টেম রয়েছে। 
 
এই ফোনটি Android 12 ভিত্তিক এমআইইউআই 14 (MIUI 14) ইউজার ইন্টারফেসে রান করে। সিকুরিটির জন্য এই ফোনে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। 
 
পাওয়ার ব্যাকআপের জন্য, Note 12 Pro Speed Edition-ফোনে 5000mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা 67W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এছাড়া এতে ইউএসবি-সি পোর্ট, 3.5mm অডিও জ্যাক, Wi-FI 6, Bluetooth 5.2 ভার্সন, এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর রয়েছে। অডিওর জন্য, এতে ডুয়েল স্টেরিও স্পিকারও দেওয়া হয়েছে যা ডলবি অ্যাটমস দ্বারা টিউন করা হয়েছে।
 
Redmi Note 12 Pro Speed Edition-এর রিয়ার প্যানেলে রয়েছে আয়তক্ষেত্রাকার ক্যামেরা মডিউলে, যার মধ্যে 108 মেগাপিক্সেলের স্যামসাং HM2 প্রাইমারি সেন্সর, একটি 08 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যঙ্গেল লেন্স এবং একটি 02 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর সহ ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য ফোনের সামনে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Infinix Zero 30 5G স্মার্টফোন বাজারে শীঘ্রই আসতে চলেছে, রয়েছে দুর্দান্ত ফিচার
 
Exit mobile version