Redmi Note 13 Pro এবং Pro+ স্মার্টফোন খুবই কম দামে লঞ্চ হল
২০০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Redmi Note 13 Pro এবং Pro Plus স্মার্টফোন লঞ্চ হল। চীনের বাজারে লঞ্চ হয়েছে Redmi Note 13 সিরিজ। এই সিরিজের অধীনে তিনটি স্মার্টফোন নিয়ে আসা হয়েছে। এর মধ্যে Redmi Note 13 Pro ফোনটিকে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে বিক্রি করা হবে।
স্মার্টফোন নির্মাতা কোম্পানি শাওমির সাব ব্র্যান্ড রেডমি চীনের বাজারে তাদের Redmi Note 13 স্মার্টফোন সিরিজ নিয়ে এসেছে। এই সিরিজের অধীনে তিনটি ফোন লঞ্চ করা হয়েছে। Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus ফোনের মডেলে পেয়ে যাবেন ২০০ মেগাপিক্সেল ক্যামেরা, 120W ফাস্ট চার্জিং সাপোর্ট এবং এমোলেড ডিসপ্লে।
Redmi Note 13 Pro ফোনটির পাঁচটি স্টোরেজ ভেরিয়েন্ট রয়েছে। এর মধ্যে ৮জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্ট এর দাম CNY 1,499 যা ভারতীয় মুদ্রায় প্রায় 17,500 টাকার মত। আবার 8GB RAM ও 256GB ভেরিয়েন্টের দাম পড়বে CNY 1,699 (ভারতীয় মুদ্রায় প্রায় 19,700 টাকার মত)। এদিকে এর 12GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম CNY 1,899 অর্থাৎ প্রায় 22,000 টাকা রাখা হয়েছে। 12GB RAM + 512GB ও 16GB RAM + 512GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে CNY 1,999 অর্থাৎ প্রায় 23,100 টাকা এবং CNY 2,099 অর্থাৎ প্রায় 24,300 টাকা।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।
এদিকে Redmi Note 13 Pro Plus ফোনটিকে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে। এর 12GB RAM ও 256GB মডেলের দাম CNY 1,999 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 22,800 টাকা রাখা হয়েছে। আবার 12GB RAM + 512GB এবং 16GB RAM + 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম যথাক্রমে CNY 2,199 অর্থাৎ প্রায় 25,000 টাকা এবং CNY 2,299 অর্থাৎ প্রায় 26,200 টাকা রাখা হয়েছে।
Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro+ ফোন ফিচার
রেডমি Note 13 Pro Plus এবং রেডমি Note 13 Pro ফোনে দেওয়া হয়েছে 6.67-ইঞ্চির 1.5K FHD+ AMOLED ডিসপ্লে। যা 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1,800 নিটস্ পীক ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লেতে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস দেওয়া হয়েছে। Redmi Note 13 Pro+ ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা প্রসেসর রয়েছে। এদিকে Redmi Note 13 Pro তে স্ন্যাপড্রাগন 7s জেন 2 প্রসেসর দেওয়া হয়েছে।
রেডমি নোট 13 Pro Plus এবং রেডমি নোট 13 Pro ফোন দুটিতে Android 13 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। উভয় ফোনে OIS ফিচারযুক্ত OIS স্যামসাং ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স দেওয়া হয়েছে। সেলফির জন্য দুটি ফোনেই আপনি পেয়ে যাবেন ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Redmi Note 13 Pro+ এবং রেডমি নোট 13 Pro উভয় ফোনেই ১৬জিবি পর্যন্ত র্যাম ও ৫১২জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।
সিকুরিটির জন্য দুটি ফোনেই ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। রেডমি নোট 13 Pro+ ফোনে 120W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আবার রেডমি নোট 13 Pro ফোনে 67W ফাস্ট চার্জিং ফিচারযুক্ত 5,100mAh ব্যাটারি পেয়ে যাবেন। উভয় ফোনে জ্যাক, আইআর ব্লাস্টার, ডুয়েল সিম 5জি সাপোর্ট, Wi-fi 6, Bluetooth 5.3 ভার্সন, এনএফসি ও 3.5mm অডিও ইত্যাদি দেওয়া হয়েছে। ফোন দুটি IP68 রেটিং সহ বাজারে এসেছে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে