5G5G Smartphonelatest tech newslatest technology newsMobile PhoneRedmiSmartphoneTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Redmi Note 13R Pro চীনে লঞ্চ হয়েছে, এতে রয়েছে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা এবং ১২জিবি র‍্যাম

Redmi Note 13R Pro ফোনটির দাম রাখা হয়েছে ভারতীয় মুদ্রায় প্রায় ২৩,০০০ টাকার মত

গত মাসে, Xiaomi চীনের বাজারে তাদের Redmi Note 13 সিরিজের অধীনে Redmi Note 13 5G, Note 13 Pro এবং Note 13 Pro+ নামে তিনটি স্মার্টফোন লঞ্চ করেছে। আজ, কোম্পানি এই সিরিজের অধীনে Redmi Note 13R Pro নামে আরেকটি নতুন ফোন নিয়ে এসেছে। এই ফোনটিকে একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টের সাথে বাজারে আনা হয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Redmi Note 13R Pro

চীনা বাজারে Redmi Note 13R Pro ফোনটি সিঙ্গেল স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। ১২জিবি র‍্যাম ও ১২৮জিবি ইন্টারনাল স্টোরেজ সহ এই ফোনের দাম রাখা হয়েছে 1999 Yuan। যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৩ হাজার টাকার সমান। চীনে এই ফোনটি মিডনাইট ব্ল্যাক, টাইম ব্লু এবং মর্নিং লাইট গোল্ড রঙে বিক্রি হবে। আপনাদের জানিয়ে রাখি যে Redmi Note 13R Pro ফোনটি ভারতের বাজারে POCO X6 Neo নামে লঞ্চ হতে পারে।

আরও পড়ুনঃ

Redmi Note 13R Pro ফোন ফিচার

  • Redmi Note 13R Pro ফোনে ২৪০০ পিক্সেল বাই ১০৮০ পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সাপোর্ট সহ একটি ৬.৬৭ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনটি OLED প্যানেল দিয়ে তৈরি এবং ১২০ হার্টজ রিফ্রেশ সাপোর্ট করবে।
  • রেডমি নোট ১৩আর প্রো ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং MIUI 14 এর সাথে বাজারে লঞ্চ হয়েছে। পারফরম্যান্সের জন্য এই ফোনে MediaTek Dimension 6080 octa-core প্রসেসর দেওয়া হয়েছে। এই ফোনটিতে 12GB LPDDR4x RAM এবং 256GB UFS 2.2 স্টোরেজ রয়েছে।
  • ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে। এই সেটআপে 3x জুম পাওয়ার সহ একটি ১০৮ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্ত সেন্সর রয়েছে। এদিকে এই ফোনে সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
  • পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে একটি ৫০০০এমএএইচ-এর ব্যাটারি বেবহার করা হয়েছে। এই ফোনের ব্যাটারি ফাস্ট চার্জ করার জন্য ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার দেওয়া হয়েছে।
  • এই ফোনটিতে ৩.৫ মিমি অডিও জ্যাক, আইআর ব্লাস্টার, ইউএসবি টাইপ সি পোর্ট, ওয়াই-ফাই 5 ভার্সন এবং ব্লুটুথ 5.3 ভার্সন দেওয়া হয়েছে। নিরাপত্তার জন্য, এতে রয়েছে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ