Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর, 11 টাকার প্ল্যানে পাওয়া যাবে আরও বেশি ইন্টারনেট ডেটা।
Tech News- Reliance Jio গ্রাহকদের জন্য সুখবর, 11 টাকার প্ল্যানে পাওয়া যাবে আরও বেশি ইন্টারনেট ডেটা। বর্তমানে Reliance Jio কোম্পানির ডাটা প্যাক উপলব্ধ রয়েছে।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
Reliance Jio তাদের গ্রাহকদের জন্য একাধিক ডেটা ভাউচার প্যাক নিয়ে এসেছে, যেগুলি হল -11 টাকা, 21 টাকা, 51 টাকা ও 101 টাকার প্ল্যান। এবার কোম্পানি তাদের 11 টাকার প্যাকে আগের থেকে বেশি ইন্টারনেট ডেটা অফার করছে।
Reliance Jio 11 টাকার ডেটা প্যাক
Reliance Jio র 11 টাকার ডেটা প্যাকে আগে কোম্পানি 800MB ইন্টারনেট ডেটা প্রদান করতো। এবার এই প্যাকে আরও অতিরিক্ত 200MB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। অর্থাৎ জিও গ্রাহকরা এই প্যাকে মোট 1GB ইন্টারনেট ডেটা উপভোগ করতে পারবে। এই প্যাকের ভ্যালিডিটি আপনার ব্যবহৃত অন্য কোনো আনলিমিটেড প্রিপেড প্ল্যানের সমান।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।
Reliance Jio–র অন্যান্য ইন্টারনেট ডেটা প্ল্যান
Reliance Jio 11 টাকার প্যাক ছাড়াও, 21 টাকা, 51 টাকা এবং 101 টাকার ইন্টারনেট ডেটা প্যাক উপলব্ধ রয়েছে। 21 টাকার প্ল্যানে 2GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এদিকে 51 টাকার প্ল্যান রিচার্জ করলে পাওয়া যাবে 6GB ইন্টারনেট ডেটা। আবার 101 টাকার প্ল্যানে 12GB ইন্টারনেট ডেটা ব্যবহার করা যাবে।
Vodafone Idea (Vi) টেলিকম কোম্পানির 11 টাকার প্ল্যানেও পাওয়া যায় 1GB ইন্টারনেট ডেটা। কিন্তু এই প্ল্যানের বৈধতা মাত্র একদিন।