Bangla Tech NewsElectric ScooterScooterTech News Banglatech news todayTechnology Newstrending tech news

Rivot NX100 ইলেকট্রিক স্কুটার এসে গেল, ফুল চার্জে চলবে ৩০০ কিমি রাস্তা

বাজারে লঞ্চ হল Rivot NX100 ই-স্কুটার, রয়েছে দুর্দান্ত মাইলেজ

Rivot NX100

একটি চমৎকার ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়ে গেল দেশে। Rivot NX100 ই-স্কুটারের বাজারে লঞ্চ হল। এর রেঞ্জ শুরু ১০০ কিলোমিটার থেকে। ক্রেতারা এই রেঞ্জই চাইলে ৩০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিতে পারেন। এই স্কুটারের মোট পাঁচটি ভেরিয়েন্ট রয়েছে- ক্লাসিক, এলিট, স্পোর্টস, প্রিমিয়াম এবং অফল্যান্ডার। ভিন্ন ভিন্ন চালকের চাহিদা এবং প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে এই ভেরিয়েন্টগুলিকে তৈরি করা হয়েছে। তবে যে ভ্যারিয়েন্টই হোক না কেন, তাদের দাম ৮৯ হাজার টাকার মধ্যেই থাকবে। স্কুটারের একটি গুরুত্বপূর্ণ দিক হল এতে Rivot Motors-এর ইনভার্টার প্রযুক্তি দেওয়া হয়েছে, যা এনার্জি এফিসিয়েন্ট এবং 55-60 kWh রেঞ্জের। এই স্কুটার কর্নাটকের বেলাগাভিতে তৈরি হয়েছে।

এদের মধ্যে Rivot NX100 স্কুটারের স্ট্রিট রাইডার ভেরিয়েন্টের তিনটি সাব-ভেরিয়েন্ট রয়েছে, যেগুলি হল ক্লাসিক, প্রিমিয়াম এবং এলিট। ব্ল্যাক, হোয়াইট, গ্রে, মিনারাল গ্রিন, পিস্তা, পিঙ্ক ও পার্পল এই কয়েকটি কালার পাওয়া যাবে স্কুটারটিকে। অন্য দিকে স্পোর্টস ভেরিয়েন্টটিতে রয়েছে সাদা ও কমলা ডুয়াল টোন। এদিকে অফল্যান্ডার অর্থাৎ টপ-এন্ড ভেরিয়েন্টটি ডেজার্ট কালারে এসেছে। এই বাইকগুলিকে কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রি-বুক করা যাবে।

আরও পড়ুনঃ

Rivot NX100

Rivot Motors-এর এই ইলেকট্রিক স্কুটারটির রেঞ্জ আপগ্রেডেবল। অর্থাৎ গ্রাহকরা নিজেদের চাহিদা মত অতিরিক্ত অর্থ ব্যয় করে রেঞ্জ বাড়িয়ে নিতে পারেন বা অধিক রেঞ্জের স্কুটারই কিনতে পারেন। Rivot NX100 ইলেকট্রিক স্কুটারটি সম্পূর্ণ ভাবে দেশিয় ভিত্তিতে তৈরি করা হয়েছে।

এই ই-স্কুটারের রেঞ্জ ১০০ কিলোমিটার থেকে শুরু। গ্রাহকরা এই রেঞ্জই চাইলে ৩০০ কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে নিতে পারে। মোট তিনটি ভেরিয়েন্টের উপরে নির্ভর করছে কতটা পর্যন্ত রেঞ্জ আপনি বাড়াতে পেতে পারেন। স্কুটারগুলিতে স্পেশ্যালাইজ়ড LiMFP ব্যাটারি কেমিস্ট্রি থাকার ফলে যে কোনও তাপমাত্রায়, যে কোনও পরিস্থিতিতে অপ্টিমাল পারফরম্যান্স দিতে সক্ষম। রেঞ্জ থেকে শুরু করে ব্যাটারি সবদিক থেকেই এই স্কুটার তার চালকদের সেরা অভিজ্ঞতা দেবে বলে কোম্পানি দাবি করেছে।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button