Samsung Galaxy A06 স্মার্টফোন লঞ্চ হতে চলেছে মাত্র ৯,৯৯৯ টাকায়
স্যামসাঙ বাজারে আনতে চলেছে খুবই কম দামে Samsung Galaxy A06 স্মার্টফোন
আশা করা হচ্ছে যে Samsung Galaxy A06 স্মার্টফোন খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ হবে। কোম্পানি এখনও আনুষ্ঠানিকভাবে এই ফোন লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে আমরা আসন্ন ফোনের স্টোরেজ ভেরিয়েন্ট এবং দাম সম্পর্কে জানতে পেরেছি। তাহলে চলুন জেনে নেওয়া যাক কোম্পানি এই ফোনের মধ্যে কি কি ফিচার দেবে এবং কত দামে ফোনটিকে বাজারে আনবে।
Samsung Galaxy A06 স্মার্টফোনকে দুটি স্টোরেজ ভেরিয়েন্টে ভারতীয় বাজারে আনা হবে। এই ফোনটি 64GB এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হবে। এর 4GB র্যাম ভেরিয়েন্ট দুটি স্টোরেজ এর সাথে আসবে। এই ফোনের 4GB র্যাম এবং 64GB স্টোরেজ সহ মডেলটির দাম 9,999 টাকা হবে এবং 4GB র্যাম এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম হবে 11,499 টাকা।
Samsung Galaxy A06 ফোন ফিচার
এই ফোনটিকে কয়েক সপ্তাহ আগে ভিয়েতনামে লঞ্চ করা হয়েছিল, তা থেকে আমরা ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে জানতে পেরেছি। বাজেট রেঞ্জের মধ্যে থাকা সত্ত্বেও, Samsung Galaxy A06 ফোনটি বড় ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এই ফোনে রয়েছে ওয়াটার ড্রপ নচ ইনফিনিটি ইউ ডিসপ্লে। এই ফোনে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.7 ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এই ফোনে একটি সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
এই ফোনে 12 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি 2GHz ক্লক স্পিড সহ MediaTek Helio G85 চিপসেট পেয়ে যাবেন। এই প্রসেসরটি Cortex-A75 আর্কিটেকচারে নির্মিত এবং এতে Mali-G52 MC2 GPU রয়েছে। এই ফোনটি Android 14 অপারেটিং সিস্টেমে চলবে। Samsung Galaxy A06 ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরা সেটআপে F/1.8 অ্যাপারচার সহ একটি 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং F/2.4 অ্যাপারচার সহ একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর দেওয়া হয়েছে। সেলফির জন্য পেয়ে যাবেন একটি 8-মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।
এটি একটি 4G ফোন এবং এতে ডুয়েল 4G সিম বেবহার করা যাবে। ওয়াই-ফাই, ব্লুটুথ ছাড়াও আরও অনেক ফিচার পেয়ে যাবেন এতে। এই ফোনে দুই বছরের ওএস আপডেট দেওয়া হবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Samsung Galaxy A06 ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে