এমোলেড ডিসপ্লে নিয়ে বাজারে আসতে চলেছে Samsung Galaxy A32 4G স্মার্টফোন
Samsung Galaxy A32 4G– স্মার্টফোন নির্মাতা কোম্পানি বাজারে আনতে চলেছে তাদের নতুন বাজেট স্মার্টফোন Samsung Galaxy A32 4G । গতমাসেই কোম্পানি লঞ্চ করেছিল Samsung Galaxy A32 5G স্মার্টফোন।
যদি এই 5G ফোনটিকে চিন ছাড়া অন্য কোন দেশে পাওয়া যাবে বলে আশা করা যায় না। তবে সামসুং কোম্পানি এই ফোনের 4G ভেরিয়েন্ট লঞ্চ করেছে।
আরও পড়ুনঃ 7000mAh ব্যাটারির সাথে আসতে চলেছে Samsung Galaxy F62 স্মার্টফোন।
ইতিমধ্যেই এই 4G ফোনটিকে কোম্পানির সাপোর্ট পেজে দেখা গেছে। এই থেকে বোঝা যাচ্ছে যে ফোনটির লঞ্চ আসন্ন। তবে তার আগে জনপ্রিয় এক টিপস্টার ফোনটির প্রেস রেন্ডার সামনে এনেছে। এদিকে ফোনটিকে 91mobile ওয়েবসাইট এও লিস্ট করা হয়েছে।
Samsung Galaxy A32 4G ফোন ফিচার
Samsung গ্যালাক্সি A32 4G ফোনটি 6.5 ইঞ্চির ইনফিনিটি ইউ অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসবে। তবে এই ফোনটির 5G ভার্সনেও ইনফিনিটি ভি ডিসপ্লে রয়েছে। ফোনটির মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া থাকতে পারে। এদিকে সামসুং এর Galaxy A31, Galaxy A30s ফোনেও ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করেছে কোম্পানি।
এদিকে সামসুং Galaxy A32 4G ফোনে থাকতে পারে MediaTek Helio G85 প্রসেসর। আশা করছি ফোনটির মধ্যে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ।
আরও পড়ুনঃ Motorola কোম্পানি লঞ্চ করল Moto E6i স্মার্টফোন, রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা।
যার প্রাইমারি ক্যামেরাটি হবে 48 মেগাপিক্সেলের। এছাড়া থাকবে 08 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, 05 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও 02 মেগাপিক্সেলের একটি ডেপ্থ সেন্সর। পাওয়ারের জন্য এতে রয়েছে 5000mAh ব্যাটারি, যা 15W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
ফোনটি 4GB, 6GB ও 8GB RAM সহ লঞ্চ করা হয়েছে। এদিকে এর মধ্যে রয়েছে 64GB ও 128GB ইন্টারনাল স্টোরেজ। মেমোরি কার্ড এর মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য পাওয়া যায়নি। তবে ফিচার দেখে মনে হচ্ছে ফোনটির দাম ১৫ হাজার টাকার মধ্যে থাকবে। সামসুং Galaxy A32 4G ফোনটিকে চারটি রঙে লঞ্চ করা হয়েছে, যেগুলি হল অসম ব্ল্যাক, অসম হোয়াইট, অসম ব্লু, ও অসম ভায়োলেট।
আরও পড়ুনঃ আজ বাজারে আসছে সস্তা Infinix Smart 5 ফোন, দেখে নিন দাম ও ফিচার।