বাজারে আসতে চলেছে Samsung Galaxy A52 স্মার্টফোন, থাকবে 4G ও 5G ভেরিয়েন্ট।
Tech News- বিগত কয়েকদিন ধরেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে Samsung Galaxy A52 স্মার্টফোনকে দেখা যাচ্ছে, এই থেকে পরিষ্কার যে Samsung যেকোনো মুহূর্তে এই ফোনটিকে বাজারে লঞ্চ করতে পারে।
লঞ্চের আগেই আরও একটি সার্টিফিকেশন সাইটে ফোনটিকে লিস্ট করা হল। সম্প্রতি চীনের সার্টিফিকেশন সাইট TENAA তে Samsung Galaxy A52 স্মার্টফোন কে দেখা গেল। এই সাইট থেকে ফোনটির ফিচার জানা গেছে।
আরও পড়ুনঃ কম দামে দুর্দান্ত ফিচার নিয়ে বাজারে হাজির Poco M3 স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
TENAA ওয়েবসাইট-এ Galaxy A52 ফোনটিকে SM-A5260 মডেল নম্বরের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখানে ফোনটির কালো রঙের ভ্যারিয়েন্টকে দেখা গেছে।
Samsung Galaxy A52 ফোন ফিচার
এখান থেকে আরও জানা গেছে যে এতে থাকবে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ, ডান দিকে ভলিউম ও পাওয়ার এবং এর ডিসপ্লে হবে ইনফিনিটি O ডিসপ্লে। ফোনটির প্রাইমারি ক্যামেরা হবে 64 মেগাপিক্সেল। এছাড়া এতে থাকবে 12 মেগাপিক্সেলের একটি ও 5 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা।
এর ফ্রন্ট-এ 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা থাকবে। ফোনটি আশা করছি 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ এর সাথে আসবে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
এছাড়া এই ফোনে 4500mAh ব্যাটারি থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আগে লঞ্চ হওয়া Samsung Galaxy A51 ফোনে 4000mAh এর ব্যাটারি ছিল। এখান থেকে আরও জানা গেছে, Galaxy A52 ফোনটিতে 6.46 ইঞ্চির Super AMOLED ডিসপ্লে থাকতে পারে। যার স্ক্রীন রেজুলসন হবে 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল। এতে ডুয়েল সিম সাপোর্ট করবে।
এদিকে টিপ্সটার Evan Blass টুইট করে জানিয়েছেন যে, এই ফোনটি অওসাম ভায়োলেট, অওসাম ব্ল্যাক, অওসাম ব্লু ও অওসাম হোয়াইট কালারের সাথে বাজারে লঞ্চ হবে। এছাড়া ফোনটি 4G ও 5G নেটওয়ার্ক ভ্যারিয়েন্টের সাথে আসবে।
এর 4G নেটওয়ার্ক ভ্যারিয়েন্টে থাকবে Qualcomm Snapdragon 720G প্রসেসর এবং 5G নেটওয়ার্ক ভেরিয়েন্টে থাকবে Qualcomm Snapdragon 750G প্রসেসর থাকবে। এই ফোনটি Android 11 অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির ডাইমেনশন জানা গেছে 159.9 X 75.1 X 8.4 মিমি।
আরও পড়ুনঃ 5000mAh ব্যাটারি নিয়ে বাজারে আসতে পারে Samsung Galaxy A72 স্মার্টফোন।
ফোনটির দাম সম্পর্কে এখনও কোন সঠিক তথ্য পাওয়া যায়নি। 91mobile ওয়েবসাইট এ ফোনটিকে 19,999 টাকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফোনটিকে আশা করছি এই মাসেই লঞ্চ করা হতে পারে।