latest techlatest tech newslatest technology newsMobile PhoneSamsungSamsung GalaxySmartphonetech news todaytech worldtrending tech news
Samsung Galaxy A55 দুর্দান্ত ফিচার সহ বাজারে আসতে চলেছে
Samsung Galaxy A55 স্মার্টফোন শীঘ্রই হতে পারে লঞ্চ, দেখুন ফিচার
Samsung Galaxy A55 ফোনটি বর্তমানে আলোচনার শীর্ষে রয়েছে। কিছু সার্টিফিকেশন ওয়েবসাইটে তালিকাভুক্ত হওয়ার পর, এই ফোনটি কোম্পানির অফিসিয়াল সাইটের সাপোর্ট পৃষ্ঠাতেও তালিকাভুক্ত হয়েছে। একজন টিপস্টার এই ফোনটির লাইভ ইমেজ এবং গুরুত্বপূর্ণ স্পেসিফিকেশন শেয়ার করেছেন। Samsung Galaxy A55 ফোনটি SM-A556E/DS মডেল নম্বর সহ স্ট্যান্ডার্ড অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ ইন্সটিটিউট অফ মালয়েশিয়া সার্টিফিকেশন প্ল্যাটফর্মে লিস্ট হয়েছে। Samsung শীঘ্রই তাদের A-সিরিজের অধীনে Samsung Galaxy A55 স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। এই পোস্টে Samsung Galaxy A55 ফোনের ডিজাইন এবং অন্যান্য ফিচার নিচে দেওয়া হল।
আরও পড়ুনঃ
WINGS Nuvobook Core i5 11th Gen ল্যাপটপ কিনুন অর্ধেক দামে
Samsung Galaxy M34 5g ফোনটিকে শীঘ্রই কিনে নিন একদম জলের দরে
Samsung Galaxy A55 ফোনের সম্ভাব্য ফিচার
- Samsung Galaxy A55 ফোনে 6.5-ইঞ্চির FHD+ সুপার AMOLED ডিসপ্লে থাকবে। এই স্ক্রিনে 120 হার্টজ রিফ্রেশ সাপোর্ট করবে এবং গরিলা গ্লাস 5 সুরক্ষা থাকতে পারে।
- পারফরম্যান্সের জন্য এই ফোনে Exynos 1480 প্রসেসর এবং Xclipse 530 GPU বেবহার করা হতে পারে।
- ফোনটি Android 14 এবং One UI এর সাথে লঞ্চ করা যেতে পারে।
- ডেটা সঞ্চয় করার জন্য, ফোনটিতে 12GB পর্যন্ত RAM এবং 128GB বা 256GB ইন্টারনাল স্টোরেজ থাকতে পারে।
- লাইভ ইমেজে ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেখা গেছে, যা লঞ্চ টাইমও দেওয়া থাকতে পারে। এতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 12 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স থাকতে পারে।
- সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এই ফোনে পেয়ে যেতে পারেন 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
- পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে 5,000mAh-এর ব্যাটারি এবং চার্জ করার জন্য 25W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া হতে পারে।
- কোম্পানি Samsung Galaxy A55 ফোনটিকে একাধিক কালার বিকল্পে লঞ্চ করবে বলে জানা গেছে, যার মধ্যে থাকছে Random Ice Blue, Random Lilac এবং Random Navy Blue কালার।
- ফোনটির অফিসিয়াল লঞ্চের তারিখ এখনও প্রকাশ করা হয়নি, তবে Samsung Galaxy A55 আগামী মাসে কোনো এক সময়ে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুনঃ
Garena Free Fire Max Redeem Code Today for 26 January 2024- আজ 26 জানুয়ারী 2024: ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড দেখুন
HAVELLS 10L Water Geyser- Havells এর গিজার কিনুন অর্ধেকের থেকেও কম দামে