10 হাজার টাকার মধ্যে আসতে চলেছে Samsung Galaxy E02 স্মার্টফোন
Smartphone News- সামসুং কোম্পানি তাদের E-Series নতুন ফোন আনতে চলেছে। Samsung Galaxy E02 মডেল দিয়েই আবার E সিরিজের ফোনকে কামব্যাক করতে চলেছে সামসুং।
ইতিমধ্যেই সামসুং কোম্পানি Samsung India ওয়েবসাইটে এই ফোনটির একটি সাপোর্ট পেজ বানিয়েছে। আর এই থেকে পরিষ্কার যে ফোনটির লঞ্চ আসন্ন।
আরও পড়ুনঃ আরও একবার দাম কমানো হয়েছে Poco C3 ফোনের, দাম শুরু 6,999 টাকা থেকে
Samsung Galaxy E02 ফোনটির মধ্যে থাকবে 5000mAh এর ব্যাটারি, 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে।
সামসুং কোম্পানি ভারতের বাজারে একের পর এক স্মার্টফোন লঞ্চ করে চলেছে। কিছুদিন আগেই কোম্পানি Samsung Galaxy F62 মডেল নিয়ে হাজির হয়েছিল। এবার কোম্পানি Galaxy A52, A72, এবং A32 মডেলের কিছু ফোন দ্রুত বাজারে আনতে পারে।
বিগত কয়েকদিন দিন ধরেই এই তিনটি ফোনকে একাধিক বেঞ্চমার্কিং সাইটে লিস্ট করা হয়েছে। A Series-এর এই ফোনগুলি ছাড়াও কোম্পানি আরও একটি ফোনকে বাজারে আনার জন্য উঠে পড়ে লেগেছে। এই স্মার্টফোনটির মডেল নাম্বার Samsung Galaxy E02। এই মডেল দিয়েই আবার E সিরিজের ফোনকে কামব্যাক করতে চলেছে সামসুং কোম্পানি।
আরও পড়ুনঃ Nokia Power Earbuds Lite এর বিক্রি শুরু হয়েগেছে, দাম 3,599 টাকা
সামসুং এর সাপোর্ট পেজ থেকে এই ফোনটি সম্পর্কে তেমন কিছু তথ্য পাওয়া যায়নি। এই সাপোর্ট পেজে Samsung Galaxy E02 ফোনটির মডেল নম্বর SM-E025F/DS দেখানো হয়েছে। গত মাসে ফোনটি ভারতে Bureau of Indian Standards (BIS) সার্টিফিকেশন পেয়েছে।
কিছু ওয়েবসাইট এর লিস্টিং থেকে জানা গিয়েছে যে, এই স্মার্টফোনে থাকছে 2.4GHz Wi-Fi ব্যান্ড এবং থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।
ফোনটির মধ্যে থাকতে পারে 5000mAh এর পাওয়ারফুল ব্যাটারি। থাকবে ফুল এইচডি+ 6.5 ইঞ্চির ডিসপ্লে। ফোনটির দাম সম্পর্কে কিছু তথ্য পাওয়া যায়নি। তবে আশা করছি ফোনটির দাম ১০ হাজার টাকার মধ্যে থাকবে।
আরও পড়ুনঃ 7 হাজার টাকার কমে লঞ্চ হতে পারে Gionee Pro Max স্মার্টফোন।