Samsung Galaxy F04 ফোনটিকে মাত্র ৮৪৯৯ টাকায় পাওয়া যাচ্ছে
১১৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৮৪৯৯ টাকায় কেনা যাবে Samsung Galaxy F04 ফোনটিকে, যার মধ্যে রয়েছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ
Samsung Galaxy F04 Phone Offer- আপনি যদি নতুন ফোন কেনার কথা ভাবছেন তাও আবার ১০ হাজার টাকার মধ্যে তাহলে আপনার জন্য Samsung Galaxy F04 বেস্ট হতে পারে। এই ফোনটিকে এই মুহূর্তে ফ্লিপকার্ট থেকে দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে। এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি ডিসপ্লে, ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ৫০০০এমএএইচ-এর ব্যাটারি এবং MediaTek Helio P35 প্রসেসর। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটিকে কত দামে এবং কোথা থেকে কেনা যাবে।
Samsung Galaxy F04 ফোনটির উপরে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট দিচ্ছে দুর্দান্ত অফার। ফোনটিকে আপনি ১১৪৯৯ টাকার পরিবর্তে মাত্র ৮৪৯৯ টাকায় কিনতে পারবেন। অর্থাৎ আপনি ফোনটির উপরে পেয়ে যাচ্ছেন ২৬% ছাড়। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার। যার জন্য ফোনটির দাম আরও কিছুটা কমে যাবে। আবার আপনি ফোনটিকে এক্সচেঞ্জ অফারে বা ইএমআই এর মাধ্যমেও কিনতে পারবেন। এই দাম ফোনটির ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটি Jude Purple এবং Opal Green কালারে উপলব্ধ রয়েছে।
আরও পড়ুনঃ
৫০ মেগাপিক্সেল ক্যামেরা সহ Samsung এর নতুন স্মার্টফোন বিশ্ব বাজারে লঞ্চ হয়েছে, Galaxy M44 5G নামে ভারতে লঞ্চ হবে।
১১,০০০ টাকা দামের Redmi 13C স্মার্টফোন শীঘ্রই ভারতে পাওয়া যাবে, Amazon গ্লোবাল সাইটে তালিকাভুক্ত
Samsung Galaxy F04 ফোন ফিচার
- এই ফোনটির মধ্যে রয়েছে ৬.৫ ইঞ্চির এইচডি এলসিডি ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন ১৬০০ পিক্সেল বাই ৭২০ পিক্সেল।
- পারফমান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio P35 প্রসেসর। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।
- স্টোরেজ এর জন্য এতে রয়েছে ৪জিবি র্যাম ও ৬৪জিবি স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। এতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
- ফটোগ্রাফির জন্য এতে আপনি পেয়ে যাবেন ১৩+২ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য এতে রয়েছে ৫ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।
- পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে ৫০০০এমএএইচ এর ব্যাটারি। যা ফাস্ট চারজিং ফিচার সাপোর্ট করবে।
- কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ৪জি নেটওয়ার্ক সাপোর্ট। এছাড়া পেয়ে যাবেন Bluetooth, Wi-Fi, GPS, 3.5mm অডিও জ্যাক এবং ইউএসবি টাইপ সি পোর্ট। ফোনটির ওজন ১৮৮ গ্রাম।
আরও পড়ুনঃ
Promate ২.০১ ইঞ্চির ডিসপ্লে সহ XWatch-B2 লঞ্চ করেছে, যার দাম ২,২৯৯ টাকা
Realme 11x 5G ফোনটিকে দুর্দান্ত ডিস্কাউন্টে ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে।