Samsung Galaxy F34 5G ফোনটির উপরে পাওয়া যাচ্ছে ৫০০০ টাকার ছাড়
Samsung Galaxy F34 5G phone offer- Samsung Galaxy F34 5G ফোনটিকে খুবই কম দামে কেনার সুযোগ
Samsung Galaxy F34 5G phone offer- স্যামসাং তাদের গ্রাহকদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত ডিস্কাউন্ট অফার। স্যামসাঙ কোম্পানি তাদের Samsung Galaxy F34 5G ফোনে 5,000 টাকা ছাড় দিচ্ছে এবং এই অফারটি যেকোনো অফলাইন স্টোরের মাধ্যমে পেয়ে যাবেন। এই সময়ে এই ফোনের সব স্টোরেজ মডেলে লঞ্চের দামের চেয়ে ৫০০০ টাকা কমে পাওয়া যাচ্ছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই অফার সম্পর্কে বিস্তারিত তথ্য এবং ফোনে কি কি ফিচার রয়েছে সমস্ত কিছু।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।
Samsung Galaxy F34 5G ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। ফোনটির 6GB RAM ও 128GB স্টোরেজ মডেলটিকে 18,999 টাকায় আনা হয়েছিল এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টটিকে 20,999 টাকায় বাজারে লঞ্চ করা হয়েছিল। কোম্পানির অফার অনুযায়ী ফোনের উভয় স্টোরেজ মডেলে 5,000 টাকা ছাড় পাওয়া যাচ্ছে। এই অফারটি 20 দিনের জন্য দেওয়া হয়েছে, যা আজ অর্থাৎ 10 এপ্রিল শুরু হয়ে চলবে 30 এপ্রিল, 2024 পর্যন্ত। অর্থাৎ আপনি ফোনদুটিকে যথাক্রমে 13,999 ও 15,999 টাকা দিয়ে কিনতে পারবেন। আপনি চাইলে ফোনটিকে অনলাইন থেকেও ক্রয় করতে পারবেন।
Samsung Galaxy F34 5G ফোন ফিচার
এই ফোনে রয়েছে 6.5 ইঞ্চির FHD+ AMOLED ডিসপ্লে। যা 1000 নিট পিক ব্রাইটনেস, 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে এবং সুরক্ষার জন্য রয়েছে গরিলা গ্লাস 5 প্রটেকশন। পারফরমান্সের জন্য স্যামসাঙ কোম্পানি এই ফোনে 5 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি Exynos 1280 প্রসেসর বেবহার করেছে।
Samsung Galaxy F34 5G ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আপনি পেয়ে যাবেন। এই সেটআপে রয়েছে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2 মেগাপিক্সেলের থার্ড সেন্সর। ভিডিও কলিং এবং সেলফির জন্য আপনি পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটিকে যথাক্রমে 6GB RAM + 128GB স্টোরেজ এবং 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে যার মাধ্যমে ফোনের স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
এতে আপনি পেয়ে যাবেন 5G কানেক্টিভিটির 11 5G ব্যান্ড, ডুয়াল সিম সাপোর্ট, 5G, 4G, ব্লুটুথ, ওয়াইফাই ইত্যাদি ফিচার। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেম এবং OneUI 5.1 UI-তে চলবে। এই ফোনে আপনি পেয়ে যাবেন 4 বছরের Android OS আপডেট এবং 5 বছরের সিকুরিটি আপডেট। এই ফোনে 25W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে