5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneSamsungSamsung GalaxySmartphoneTech NewsTech News Banglatech news todaytech worldtrending tech news

Samsung Galaxy F34 5G স্মার্টফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সহ খুব শীঘ্রই বাজারে আসতে চলেছে

ভারতের বাজারে খুব শীঘ্রই Samsung Galaxy F34 5G ফোনটিকে লঞ্চ করা হবে। এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ লিস্ট করা হয়েছে।

Samsung Galaxy F34 5G

ভারতের বাজারে খুব শীঘ্রই Samsung Galaxy F34 5G ফোনটিকে লঞ্চ করা হবে। এই ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট-এ লিস্ট করা হয়েছে।

Samsung Galaxy F34 5G স্মার্টফোন ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ ও 6000mAh-এর পাওয়ারফুল ব্যাটারি সহযোগে আনা হবে। এই ফোনটির জন্য ফ্লিপকার্টে একটি ডেডিকেটেড পেজ বানানো হয়েছে। এই পেজ অনুসারে, স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি স্মার্টফোনে রয়েছে ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে। এই ডিসপ্লের উভয় পাশের বেজেল বেশ সরু। ফোনটির নিচের দিকে একটি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং মাইক্রোফোন কাটআউট দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

এই ফোনের ডান প্রান্তে পাওয়ার বাটন এবং ভলিউম রকার রয়েছে। সিকুরিটির জন্য এই পাওয়ার বাটনের মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যুক্ত করা হয়েছে। ফোনটির পিছনে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এফ৩৪ ৫জি ফোনটিকে ব্ল্যাক এবং গ্রীন কালারে বিক্রি করা হবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফোনটির সম্ভাব্য ফিচার কি কি রয়েছে।

Samsung Galaxy F34 5G স্মার্টফোন ফিচার

ফ্লিপকার্ট অনুসারে, এই ৫জি ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট এবং 1000 নিট ব্রাইটনেস সাপোর্ট সহ 6.4-ইঞ্চির sAMOLED ডিসপ্লে থাকছে। এর ডিসপ্লেতে গরিলা গ্লাস ৫ প্রোটেকশন দেওয়া হয়েছে।

সামসুং গ্যালাক্সি F34 5G স্মার্টফোনে 50-মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার সেন্সর দেওয়া হতে পারে, যা হয়তো অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) প্রযুক্তি সাপোর্ট করবে। অন্য দুটি ক্যামেরা কি কি দেওয়া হয়েছে তা এখনও জানা যায়নি। অনুমান, এগুলি ৮-মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ২-মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স হতে পারে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফনে 25W ফাস্ট চার্জিং সমর্থিত 6000mAh ক্যাপাসিটির ব্যাটারি থাকতে পারে। ব্যাটারিটি ফুল চার্জে দুই দিন পর্যন্ত সক্রিয় থাকবে বলে কোম্পানি দাবি করেছে।

তবে সামসুং গ্যালাক্সি F34 5G স্মার্টফোনটি এক্সিনস 1280 চিপসেট চালিত Galaxy M34 5G মডেলের রিব্র্যান্ডেড সংস্করণ হিসাবে ভারতে আত্মপ্রকাশ করবে বলে অনুমান করা হচ্ছে। ফলে এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন অনেকটাই একইরকম হবে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ