Samsung Galaxy M13 5G ফোনটিকে মাত্র 9,999 টাকা দিয়ে কেনার সুযোগ, দেখুন কোথায় পাবেন

স্মার্টফোন নির্মাতা কোম্পানি Samsung এর সর্বশেষ স্মার্টফোন Samsung Galaxy M13 ফোনে দেওয়া হচ্ছে বিশাল ছাড়। ফোনটিকে অ্যামাজন প্রাইম ডেস সেল 2022-এ বিক্রয়ের জন্য উপলব্ধ করা হয়েছে। 

Samsung Galaxy M13 5G Smartphone

আরও পড়ুনঃ বাজারে এল নতুন Noise Colorfit Icon 2 স্মার্টওয়াচ, রয়েছে ফিটনেস এবং হেলথ ফিচার

অ্যামাজন প্রাইম ডেস সেলটি দুই দিনের সেল, যা 23শে জুলাই অর্থাৎ আজ থেকে শুরু হবে এবং 24শে জুলাই 2022 পর্যন্ত চলবে। এদিকে ফোনটিকে ICICI ব্যাঙ্ক কার্ড দিয়ে 2000 টাকা ছাড়ে কেনা যাবে। আবার এসবিআই কার্ডে ছাড় দেওয়া পাওয়া যাবে।

Samsung Galaxy M13 5G ফোনের 4GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। কিন্তু সেলে এই ফোনটিকে 9,999 টাকায় পাওয়া যাচ্ছে। এদিকে 6GB RAM এবং 64GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 15,999 টাকা। আবার সেলে ফোনটির 6GB RAM এবং 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য 11,999 টাকা দাম রাখা হয়েছে।

ফোনটিকে Samsung-এর অফিসিয়াল ওয়েবসাইট, ই-কমার্স সাইট Amazon India এবং নির্বাচিত কিছু খুচরা দোকান থেকে পাওয়া যাবে। ফোনটি মিডনাইট ব্লু, অ্যাকোয়া গ্রিন এবং স্টারডাস্ট ব্রাউন তিনটি কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ SAMSUNG Galaxy M32 5G ফোনটিকে দুর্দান্ত ছাড় দিয়ে কেনার সুযোগ, দেখুন দাম ও ফিচার

Samsung Galaxy M13 5G ফোন ফিচার

Samsung Galaxy M13 5G স্মার্টফোনটিতে আপনি পেয়ে যাবেন কর্নিং গরিলা গ্লাস 3 সুরক্ষা সহ 6.5-ইঞ্চি HD+ ডিসপ্লে। যা 90 হার্টজ রিফ্রেশ রেট এবং 400nits সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে। ফোনটি 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। তবে স্যামসাং-এর ‘র‌্যাম প্লাস’ ফিচারের সাহায্যে ইন্টারনাল স্টোরেজ ব্যবহার করে র‌্যাম 12GB পর্যন্ত বাড়ানো যাবে। আর এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে।

এতে 5-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এর মধ্যে রয়েছে Wi-Fi, 5G (11 ব্যান্ড), এবং USB Type-C পোর্ট। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 15W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 5,000mAh ব্যাটারি। ফোনটির ওজন 195 গ্রাম।

পারফরম্যান্সের জন্য এতে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 700 প্রসেসর। ফোনটি Android 12 এর উপর ভিত্তি করে One UI 4 কাস্টম OS অপারেটিং সিস্টেমে চলবে। আপনি Samsung Galaxy M13 5G স্মার্টফোনে 50-মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি 2-মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন।

Exit mobile version