5G5G SmartphoneBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZoneSamsungSamsung GalaxySmartphoneTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Samsung Galaxy M14 5G ফোনটিকে খুবই সস্তায় কেনা যাচ্ছে, দেখুন কি কি অফার রয়েছে

Samsung Galaxy M14 5G ফোনটি 8 মার্চ 2023 লঞ্চ হয়েছিল। এই ফোনে আপনি পেয়ে যাবেন 6.60-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে এবং 6000mAh এর ব্যাটারি।

samsung galaxym m14 5g

Samsung Galaxy M14 5G– আপনি যদি নতুন ৫জি ফোন কেনার কথা ভাবছেন তাহলে আপনি Samsung Galaxy M14 5G ফোনটিকে ক্রয় করতে পারেন। এই মুহূর্তে এই ফোনটির উপর পাওয়া যাচ্ছে দুর্দান্ত অফার। ফোনটিকে খুবই সস্তায় কেনার সুযোগ। ফোনটিকে তাদের অফিসিয়াল ওয়েবসাইট ও ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।

ফোনটিতে রয়েছে 6.60 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 6000mAh-এর ব্যাটারি। এছাড়া এতে পেয়ে যাবেন ৫০ মেগাপিক্সেল যুক্ত ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং Android 13 অপারেটিং সিস্টেম।

Samsung-এর এই বাজেট ফোনটি ভারতের বাজারে 14999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে বর্তমানে এটি কোম্পানির অফিসিয়াল অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে মাত্র 12649 টাকায়। তাই যদি কেউ কম দামের মধ্যে সেরা 5G স্মার্টফোন কিনতে চান তাহলে এই সুযোগ হাতছাড়া করা উচিত হবে না।

Samsung Galaxy M14 5G ফোনের দাম 12649 টাকা থেকে শুরু। এই দাম ফোনটির 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এদিকে এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 13649 টাকা। ফোনটিকে OMG Black, BAE Purple, এবং Goat Green কালারে ক্রয় করা যাবে। ফোনটি সামসুং এর অফিসিয়াল ওয়েবসাইট (Samsung.com) ও ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাচ্ছে। তাহলে চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফোনটির মধ্যে কি কি ফিচার রয়েছে।

Samsung Galaxy M14 5G ফোন ফিচার

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

  • ডিসপ্লে :  6.60 ইঞ্চি
  • ক্যামেরা : 50MP+2MP এবং 13MP সেলফি ক্যামেরা
  • প্রসেসর : Exynos 1330 Octa Core
  • অপারেটিং সিস্টেম : Android 13
  • স্টোরেজ : 128GB
  • র‍্যাম : 4/6 GB
  • ব্যাটারি : 6000mAh
  • সেন্সর : Fingerprint
  • কানেটিভিটি : 5G, 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি
  • ডাইমেন্সন : 77.2 mm, 166.8 mm, 9.4 mm
  • ওজন : 205 গ্রাম

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button