Samsung Galaxy Ring- বাজারে এসে গেছে নতুন স্যামসাঙ স্মার্ট রিং, যার মধ্যে রয়েছে হাই টেক ফিচার
এবার স্মার্টওয়াচ এর পরিবর্তে সামসুং বাজারে নিয়ে এসেছে একটি আংটি, যাতে রয়েছে হাই-টেক ফিচার্স, জেনে নিন এর দাম কত।
Samsung Galaxy Ring- বাজারে ফোন ছাড়াও উপলব্ধ রয়েছে স্মার্টওয়াচ। কিন্তু এবার বাজারে এল স্মার্ট রিং। এটি এক ধরনের আংটি। যার নাম রাখা হয়েছে স্যামসাং গ্যালাক্সি রিং। অনেক দিন ধরে আমরা Samsung Galaxy সিরিজের মোবাইলের নাম শুনে আসছি। এখন গ্যালাক্সি রিং নিয়ে এসেছে এই কোম্পানি। স্মার্টফোনের মতই সকল সুবিধা এই রিং-এ পাওয়া যাবে। তবে আপনি এতে অনেক হাই-টেক ফিচার পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই রিং সম্পর্কে বিস্তারিত তথ্য।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
Samsung Galaxy Ring ফিচার ও দাম
বর্তমানে Samsung Galaxy Ring, কিছু নির্বাচিত দেশে এই গ্যালাক্সি রিং এর প্রি-অর্ডার নেওয়া শুরু করেছে। এটি ভারতে লঞ্চ হবে কিনা তা এখনও ঘোষণা করা হয়নি কোম্পানির পক্ষ থেকে। আশা করছি কোম্পানি পরে এটিকে ভারতের বাজারে চালু করতে পারে। এই আংটি তিনটি রঙে আপনি কর্য করতে পারবেন- টাইটানিয়াম ব্ল্যাক, টাইটানিয়াম সিলভার এবং টাইটানিয়াম গোল্ড। সব ধরনের গ্রাহকদের উপযোগী করার জন্য এটিকে 9 সাইজে লঞ্চ করা হয়েছে। আর এর দাম রাখা হয়েছে 3,999 ডলার (যা ভারতীয় মুদ্রায় প্রায় 33,338 টাকার সমান)।
এটি একটি স্মার্ট রিং হলেও একে ব্যক্তিগত ওয়েলনেস অ্যাসিস্ট্যান্ট বললেও হবে। কারণ এতে রয়েছে বিভিন্ন ধরনের হেল্থ ট্র্যাকিং ফিচার। শরীরের তাপমাত্রা থেকে শুরু করে, অক্সিজেনের লেভেল এবং আপনি কত ক্যালোরি খরচ করছেন, এই স্মার্ট রিংটি আপনাকে একটি হিসাবও দেবে।
এই গ্যালাক্সি রিং-এ আপনি পেয়ে যাবেন উন্নত অ্যাডভান্স হেলথ মনিটরিং ফিচার্স। কাজ থেকে বাড়িতে আসার পর, একটি চার্ট আপনাকে জানাবে আপনি সঠিক ঘুম পাচ্ছেন কিনা। আপনার হৃদস্পন্দন স্বাভাবিক আছে কিনা বা আপনি আপনার শরীরের পর্যাপ্ত যত্ন নিচ্ছেন কিনা তাও এই রিংটি আপনাকে বলে জানিয়ে দেবে। এছাড়াও এরে মধ্যে রয়েছে আরও বিভিন্ন ধরনের ফিচার। এটি ব্যবহারকারীর শারীরিক ডেটা বিশ্লেষণ করে স্বাস্থ্য মেট্রিক্স এবং সেই অনুযায়ী উন্নতি করার উপায় বলে দেবে।
কোম্পানির দাবি অনুযায়ী, Samsung Galaxy Ring ফুল চার্জে ৭ দিনের ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। এছাড়াও আপনি 10 ATM ওয়াটার রেজিস্ট্যান্স এবং টাইটানিয়াম গ্রেড ফিনিশ পেয়ে যাবেন এতে। আপনি শীত, গ্রীষ্ম বা বর্ষা যে কোন সময় এই স্মার্ট রিং বেবহার করতে পারবেন।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
itel P55T স্মার্টফোনটি মাত্র 8199 টাকায় 6,000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে।