5G5G SmartphoneMobile PhoneOfferOffer ZoneSamsungSamsung GalaxySmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todaytech worldTechnology News

Samsung Galaxy S21 FE 5G ফোনটিকে অর্ধেকের থেকেও কম দামে কিনুন, দুর্দান্ত ফিচার

Samsung Galaxy S21 FE 5G ফোনের 8GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি 74,999 টাকায় লঞ্চ হয়েছিল। বর্তমানে, ফোনটি 57 শতাংশ ছাড়ে 31,999 টাকায় ই-কমার্স সাইট ফ্লিপকার্টে বিক্রি হচ্ছে।

এইমুহুর্তে ই-কমার্স সাইট Flipkart Samsung Galaxy S21 FE 5G ফোনের উপরে বাম্পার সেল দিচ্ছে। এমআরপির থেকে অনেক কম দামে এই ফোনটিকে আপনি ক্রয় করতে পারবেন।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

সামসুং এর এই ফোনের মধ্যে রয়েছে 6.4 ইঞ্চির ডিসপ্লে, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 4500mAh-এর ব্যাটারি, এবং পারফরমেন্সের জন্য রয়েছে  এক্সিনস 2100 প্রসেসর। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটিকে কোথায় কেনা যাবে এবং এর মধ্যে কি কি ফিচার রয়েছে

Samsung Galaxy S21 FE 5G

Samsung Galaxy S21 FE 5G ফোনের অফার

সামসুং গ্যালাক্সি S21 FE 5G ফোনের 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটি 74999 টাকায় লঞ্চ হয়েছিল। তবে এই মুহূর্তে ফোনটিকে 57% ছাড়ে মাত্র 31999 টাকায় কেনা যাবে। আবার কিছু ব্যাঙ্কের কার্ড এর মাধ্যমে পেমেন্ট করে ক্রয় করলে অতিরিক্ত 2000 টাকা ছাড় পাওয়া যাবে।

আবার এতে এক্সচেঞ্জ অফারও রয়েছে। পুরানো ডিভাইসের মডেল ও অবস্থার উপর নির্ভর করে আপনি সর্বোচ্চ 30 হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ পেতে পারেন। ফোনটি হোয়াইট, ল্যাভেন্ডার, গ্রাফাইট, ও অলিভ গ্রিন ইত্যাদি কালারে উপলব্ধ রয়েছে। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে।

Samsung S21 FE 5G ফোন ফিচার

এই ফোনে রয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2340 পিক্সেল বাই 1080 পিক্সেল এবং রিফ্রেশ রেট 120 হার্টজ। পারফমেন্সের জন্য এতে বেবহার করা হয়েছে এক্সিনস ২১০০ প্রসেসর। এর ডিসপ্লেতে  গরিলা গ্লাস ভিক্টাস প্রোটেকশন দেওয়া হয়েছে।

ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল 12 মেগাপিক্সেল ওয়াইড লেন্স, 8 মেগাপিক্সেল টেলিফটো সেন্সর এবং 12 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর। সেলফি জন্য এতে আপনি পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা।

পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে দেওয়া হয়েছে 4500mAh-এর ব্যাটারি, যা 25W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে। ফোনটিতে Android 12 ভিত্তিক ওয়ানইউআই অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। সিকুরিটির জন্য এতে পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফোনটির ওজন 177 গ্রাম।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

  • ডিসপ্লে :  6.4 inch
  • ক্যামেরা : 12MP+12MP+08MP এবং 32MP সেলফি ক্যামেরা
  • প্রসেসর : Octa Core
  • অপারেটিং সিস্টেম : Android 13
  • স্টোরেজ : 128GB
  • র‍্যাম : 8 GB
  • ব্যাটারি : 4500mAh (25W)
  • সেন্সর : Fingerprint Sensor
  • অন্যান্য সেন্সর : Accelerometer, Barometer, Proximity Sensor, Fingerprint Sensor, Gyro Sensor, Geomagnetic Sensor, Hall Sensor, Light Sensor
  • অন্যান্য ফিচার : Water Resistant, Fast Charging Support, Wireless Charging, UHD 4K Video Recording
  • কানেটিভিটি : 5G, 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি
  • ডাইমেন্সন : 74.5 mm,155.7 mm, 7.9 mm
  • ওজন : 177 গ্রাম

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button
Smartphone Offer- Samsung Galaxy S21 Plus 5G ফোনটিকে সস্তায় কেনার সুযোগ Tab Offer- Lenovo Tab M10 কে আসল দামের থেকে অনেক কমে কেনার সুযোগ