Samsung Galaxy S21 Ultra সিরিজের ফোনের ভারতে প্রি-অর্ডার শুরু হল।
Samsung-এর ফ্ল্যাগশিপ ডিভাইস Samsung Galaxy S21 Ultra ফোনটিকে ভারতের বাজারে লঞ্চ করা হয়েছে। Galaxy S21 Ultra দুটি স্টোরেজ ভেরিয়েন্ট 12 GB RAM ও 256 GB ইন্টারনাল স্টোরেজ এবং 16 GB RAM ও 512 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে।
ফোনটি ফ্যান্টম টাইটানিয়াম, ফ্যান্টম নেভি এবং ফ্যান্টম ব্রাউন রঙের বিকল্পগুলিতে এসেছে।ফোনটিকে Samsung.com ও Flipkart ওয়েবসাইট থেকে ক্রয় করা যাবে। Flipkart ওয়েবসাইট-এ ফোনটির 12GB RAM ও 256GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটির দাম রাখা হয়েছে 1,05,999 টাকা। এদিকে এর 16GB RAM ও 512GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টটিকে 1,16,999 টাকায় কিনতে পারবেন।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
সামসুং Galaxy S21 Ultra ফোনের প্রি-অর্ডার 25 জানুয়ারি থেকে শুরু হবে এবং এর বিক্রি 29 জানুয়ারি থেকে শুরু হবে।
Samsung Galaxy S21 Ultra ফোন ফিচার
Samsung Galaxy S21 Ultra–তে 6.8 ইঞ্চির Edge QHD+ ডায়নামিক অ্যামোলেড 2 এক্স ডিসপ্লে রয়েছে। এর স্ক্রীন এ করনিং গরিলা গ্লাস Victus বেবহার করা হয়েছে। এর ডিসপ্লে রেজোলিশন 1,440 পিক্সেল বাই 3,200 পিক্সেল। এটি 10Hz থেকে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
Samsung Galaxy S21 Ultra স্মার্টফোনটির রিয়ার প্যানেলে মোট 4 টি ক্যামেরা দেওয়া হয়েছে। এটিতে দুটি টেলিফোটো লেন্স, 10 এক্স অপটিকাল জুম এবং 2 এক্স ডিজিটাল জুম রয়েছে। এর প্রাথমিক ক্যামেরাটিতে 108 এমপি আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে, যা ডুয়াল পিক্সেল, 120 ডিগ্রি সাপোর্ট করবে। এ ছাড়াও 12 এমপি ওয়াইড লেন্স দেওয়া হয়েছে।
এছাড়াও, 10 এমপি টেলিফোন লেন্স এবং আরও একটি 10 এমপি ক্যামেরা রয়েছে। এতে ফ্ল্যাশ লাইট ব্যবহার করা হয়েছে। ফোনটির ক্যামেরার সাহায্যে 4 কে ভিডিও 60fps এ শুট করা যাবে। সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনে একটি 40 এমপি ফ্রন্ট ক্যামেরা রয়েছে। পাওয়ারের জন্য ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে, যা 25W ফাস্ট চারজিং সাপোর্ট করবে।
আরও পড়ুনঃ 5G নেটওয়ার্ক এর সাথে বাজারে এসেছে Vivo Y31s smartphone, দেখুন দাম ও ফিচার।
সামসুং Galaxy S21 Ultra স্মার্টফোনটিতে প্রসেসর হিসাবে স্ন্যাপড্রাগন 888 ব্যবহার করা হয়েছে। তবে ফোনটি ভারতের বাজারে ইন-হাউস প্রসেসর Exynos 2100 Octa-Core এর সাথে আসতে পারে। ফোনটিতে Android 10 ভিত্তিক One UI3 অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।
ডিসপ্লে | 6.8 ইঞ্চির Edge QHD+ ডায়নামিক অ্যামোলেড 2 এক্স ডিসপ্লে |
ক্যামেরা | 108+12+10+10 MP রিয়্যার এবং 40MP সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 5000mAh |
র্যাম | 12GB |
ইন্টারনাল স্টোরেজ | 128GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | কোয়ালকম Exynos 2100 অক্টাকোর প্রসেসর ও Android 11 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | অন-স্ক্রীন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 5G, 4G, 3G, 2G |
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।