Bangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newsNewsSamsungSamsung GalaxySmartwatchtech worldtrending tech newsWatch

Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন ফাম ও ফিচার

Samsung কোম্পানি তাদের আনপ্যাকড ইভেন্টে Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। সাথে Samsung Galaxy Watch 6 সিরিজের স্মার্টওয়াচের উপর থেকেও পর্দা সরিয়ে দিয়েছে।এই সিরিজের অধীনে নিয়ে আসা হয়েছে Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic মডেলের দুটি স্মার্টওয়াচ।

SAMSUNG Galaxy Watch6 Classic

Samsung কোম্পানি তাদের আনপ্যাকড ইভেন্টে Galaxy Z Fold 5 ও Galaxy Z Flip 5 ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করেছে। সাথে Samsung Galaxy Watch 6 সিরিজের স্মার্টওয়াচের উপর থেকেও পর্দা সরিয়ে দিয়েছে।এই সিরিজের অধীনে নিয়ে আসা হয়েছে Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic মডেলের দুটি স্মার্টওয়াচ। এর মধ্যে রয়েছে সরু বেজেল, বিগ ডিসপ্লে ও পাওয়ারফুল পারফরম্যান্স। তাহলে চলুন জেনে নেওয়া যাক Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic এর দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিক প্রিমিয়াম মডেল হিসেবে আসা স্মার্টওয়াচকে দুটি স্ক্রিন সাইজে ক্রয় করা যাবে। যেগুলি হল 1.31 ইঞ্চি ও 1.47 ইঞ্চি। উভয় মডেল ব্লুটুথ ও এলটিই কানেক্টিভিটি রয়েছে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৬ ক্ল্যাসিক এর ব্লুটুথ কানেক্টিভিটি সহ 1.47 ইঞ্চি মডেলের দাম 39999 টাকা। আর 1.37 ইঞ্চি মডেলের দাম 36999 টাকা। এই ডিভাইসটিকে ব্ল্যাক ও সিলভার কালারে পাওয়া যাবে।

এদিকে Samsung Galaxy Watch 6 এর 1.31 ইঞ্চির ব্লুটুথ অনলি মডেলের মূল্য 29999 টাকা। 1.47 ইঞ্চি মডেলের দাম রাখা হয়েছে 32999 টাকা। এই স্মার্টওয়াচটি গ্রাফাইট ও গোল্ড কালার পাওয়া যাচ্ছে। এই স্মার্টওয়াচদুটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে।

Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ ফিচার

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 6 ও গ্যালাক্সি ওয়াচ 6 ক্ল্যাসিক ওয়াচে একাধিক নতুন হেলথ ও ফিটনেস ফোকাস ফিচার দেওয়া হয়েছে। এতে আপনি পেয়ে যাবেন বায়োঅ্যাক্টিভ সেন্সর, বারোমিটার, টেম্পারেচার সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর ইত্যাদি।

এই ওয়াচগুলিতে স্লিপ ট্র্যাকিং, বডি কম্পোজিশন, ব্লাড প্রেসার হার্ট রেট মনিটরিং প্রভৃতি ফিচার সাপোর্ট করবে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 6 ও গ্যালাক্সি ওয়াচ 6 ক্ল্যাসিক প্রথমবার স্যামসাং ওয়ালেট সহ এসেছে। যার ফলে পেমেন্ট সহ ডকুমেন্ট সেভ করে রাখার সুবিধা রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ডিভাইসগুলিতে যথাক্রমে 300mAh ও 425mAh -এর ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির দাবি, ওয়াচ 6 সিরিজে 40 ঘণ্টা (অলওয়েজ অন ডিসপ্লে অফ) অথবা 30 ঘণ্টা পর্যন্ত (অলওয়েজ অন ডিসপ্লে অন) ব্যাকআপ দেবে।

এই ডিভাইসগুলিকে যথাক্রমে 1.37 ইঞ্চি ও 1.47 ইঞ্চি ডিসপ্লে সাইজে পাওয়া যাবে। এদের স্ক্রীন রেজুলসন হবে যথাক্রমে 432 পিক্সেল বাই 432 পিক্সেল এবং 480 পিক্সেল বাই 480 পিক্সেল। এতে AMOLED ডিসপ্লে রয়েছে। পারমেন্সের জন্য এতে দেওয়া হয়েছে স্যামসাং এক্সিনস ডাব্লু৯৩০ ডুয়াল-কোর প্রসেসর। এই ডিভাইসগুলি অ্যান্ড্রয়েড 10 বা তার উপরের ফোনে সাপোর্ট করবে।

এই ডিভাইসগুলিতে 2GB RAM ও 16GB ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। এতে ওয়্যার ওএস 4 ভিত্তিক ওয়ান ইউআই 5 ওয়াচ সফটওয়্যার দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে এলটিই, ব্লুটুথ 5.3 ভার্সন, NFS, Wi-Fi, জিপিএস/গ্লোনাস/বেইডু/গ্যালিলিও ইত্যাদি।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button