Samsung কোম্পানির প্রিমিয়াম 5G স্মার্টফোনে 31 হাজারের বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে, দেখুন কোথায় পাবেন
আপনি যদি প্রিমিয়াম সেগমেন্টে একটি নতুন 5G স্মার্টফোন কেনার কথা ভাবছেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আপনি 31000 টাকার বেশি ডিসকাউন্ট দিয়ে SAMSUNG Galaxy A54 5G ফোনটিকে ক্রয় করতে পারবেন।
আপনাদের জানিয়ে রাখি যে সম্প্রতি Samsung ভারতে দুটি নতুন 5G স্মার্টফোন লঞ্চ করেছে। সামসুং কোম্পানি ভারতীয় গ্রাহকদের আকৃষ্ট করতে SAMSUNG Galaxy A54 5G এবং SAMSUNG Galaxy A34 5G লঞ্চ করেছে। SAMSUNG Galaxy A54 5G ফোনটিকে একটি প্রিমিয়াম সেগমেন্টে আনা হয়েছিল। এখন খুব কম দামে এই ফোনটিকে কেনার সুযোগ রয়েছে।
SAMSUNG Galaxy A54 5G ফোনটিকে ই-কমার্স ফ্লিপকার্ট থেকে 31 হাজার টাকার বেশি ছাড় পাওয়া যাচ্ছে। আপনি যদি অনলাইন থেকে এই ফোনটিকে ক্রয় করেন তবে আপনি এই চুক্তির সুবিধা নিতে পারবেন।
SAMSUNG Galaxy A54 5G এর 8 GB RAM এবং 256 GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 45,999 টাকা। আপনি যদি ফ্লিপকার্ট থেকে এই ফোনটিকে কেনেন তাহলে আপনি মাত্র 40,999 টাকায় কিনতে পারবেন।
Flipkart গ্রাহকদের জন্য ব্যাঙ্ক অফারও দিচ্ছে। আপনি যদি Samsung Axis bank ক্রেডিট কার্ড বা Axis Bank ক্রেডিট কার্ড দিয়ে SAMSUNG Galaxy A54 5G ফোনটিকে ক্রয় করেন, তাহলে আপনি 10 শতাংশ অতিরিক্ত ছাড়ও পেতে পারেন।
গ্রাহকরা ফোন কেনার ক্ষেত্রে এক্সচেঞ্জ অফারের সুবিধাও পেয়ে যাবেন। আপনি আপনার স্মার্টফোনে ট্রেড-ইন করতে পারেন এবং একটি নতুন ফোন কেনার জন্য বিশাল সঞ্চয়ের সুবিধা নিতে পারেন।
আপনাকে জানিয়ে রাখি যে এক্সচেঞ্জ অফারে ফোনের দাম আরও 26,250 টাকা কমানো যেতে পারে। অর্থাৎ SAMSUNG Galaxy A54 5G কেনা যাবে মাত্র 14,749 টাকায়।
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
SAMSUNG Galaxy A54 5G ফোন ফিচার
- SAMSUNG Galaxy A54 5G ফোনে রয়েছে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 1080 পিক্সেল বাই 2340 পিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট।
- ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলবে। পারফরমান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন Exynos 1380 প্রসেসর। সিকুরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
- এই ফোনে 50+12+05 মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। সেলফির জন্য এতে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ফোনটিতে 1TB পর্যন্ত মাইক্রো-এসডি কার্ড বেবহার করা যাবে।
- এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে 5000mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ফাস্ট চারজিং সাপোর্ট করবে। ফোনটির ওজন 202 গ্রাম।