Bangla NewsBangla Tech NewsIndialatest techlatest tech newslatest technology newsMobile PhoneOfferOffer ZoneSamsungSmartphoneTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech news

Samsung Galaxy A04s এর দাম দাম কমেছে, দেখুন কোথায় পাবেন

আপনি যদি নতুন সামসুং ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। Samsung এর বাজেট স্মার্টফোন Samsung Galaxy A04s এখন আরও সস্তা হয়ে গেছে।

আপনি যদি নতুন সামসুং ফোন কিনতে চান তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। Samsung এর বাজেট স্মার্টফোন Samsung Galaxy A04s এখন আরও সস্তা হয়ে গেছে। Samsung এই স্মার্টফোনটি গত বছর লঞ্চ হয়েছিল। এতে কোম্পানি HD+ ডিসপ্লে এবং Exynos 850 প্রসেসর দিয়েছে।

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Samsung Galaxy A04s স্মার্টফোনটিকে কোম্পানি 13,499 টাকায় লঞ্চ করেছিল, যাতে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে। আপনি মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির স্টোরেজ 1TB পর্যন্ত বাড়াতে পারবেন। Samsung সম্প্রতি এই ফোনের দাম 1000 টাকা কমিয়েছে। এমন পরিস্থিতিতে, এখন আপনি ফোনটিকে মাত্র 12,499 টাকায় কিনতে পারবেন। Samsung Galaxy A04s ফোনটি কপার, ব্ল্যাক এবং গ্রিন কালারে উপলব্ধ রয়েছে।

Samsung Galaxy A04s

Samsung Galaxy A04s ফোনে আরও অনেক অফার রয়েছে। আপনি যদি HDFC ব্যাঙ্কের কার্ড বেবহার করে ফোনটিকে কেনেন, তাহলে আপনি 1000 টাকা অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যাবেন। এছাড়াও, আপনি Samsung Axis Bank ক্রেডিট কার্ড দিয়ে কিনলে, আপনি অতিরিক্ত 2000 টাকা এবং 10 শতাংশ ক্যাশব্যাক পাবেন। ফোনটিকে নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন। আবার এটিকে এক্সচেঞ্জ অফারেও কিনতে পারবেন।

Samsung Galaxy A04s ফোন ফিচার

এই স্যামসাং ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। ফোনটিতে একটি সিঙ্গেল স্পিকার রয়েছে, যা ডলবি অ্যাটমস সাপোর্ট করবে। পারফরমান্সের জন্য এতে Exynos 850 SoC দেওয়া হয়েছে। এতে Android 12 অপারেটিং সিস্টেম রয়েছে। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে এআই ফেস আনলক ফিচার সাথে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

এই ফোনটি 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টে পেয়ে যাবেন। তবে এর ইন্টারনাল স্টোরেজকে মাইক্রোএসডি কার্ড স্লটের সাহায্যে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরা সম্পর্কে কথা বলতে গেলে, কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। যার প্রাইমারি ও দ্বিতীয় ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের। বাকি ক্যামেরা দুটি হল 2 মেগাপিক্সেলের। এই ফোনের ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেলের।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

  • ডিসপ্লে :  6.5 ইঞ্চি
  • ক্যামেরা : 50MP+50MP+2MP+2MP এবং 5MP সেলফি ক্যামেরা
  • প্রসেসর : Exynos Octa Core
  • অপারেটিং সিস্টেম : Android 12
  • স্টোরেজ : 64GB
  • র‍্যাম : 4 GB
  • ব্যাটারি : 5000mAh
  • সেন্সর : Fingerprint
  • কানেটিভিটি : 4G, 3G, EDGE, GPRS, Wi-Fi ইত্যাদি
  • ডাইমেন্সন : 76.7 mm, 164.7 mm, 9.1 mm
  • ওজন : 195 গ্রাম

আরও পড়ুনঃ boAt Wave Fury স্মার্টওয়াচ ভারতের বাজারে লঞ্চ হল, দাম মাত্র 1299 টাকা

Related Articles

Back to top button