ল্যাপটপে স্ক্রিনশট নিতে হলে আপনাকে এই পাঁচটি উপায় অবলম্বন করতে হবে
Laptop Screenshot Shortcut- কিভাবে ল্যাপটপে স্ক্রিনশট নিতে হয় দেখেনিন পদ্ধতি
Laptop Screenshot Shortcut- কম্পিউটার বর্তমান যুগে আমাদের জীবনকে যে এতটাই সহজ করে দিয়েছে, সে বিষয়ে কোন উল্লেখ নেই। সরকারি বা বেসরকারি দপ্তরে, কাজের জন্য বা তাদের নিজের প্রয়োজনে বেশিরভাগ মানুষ এখন এই ল্যাপটপ ব্যবহার করে। তাছাড়া, আজকাল দিনে একটি ল্যাপটপ থাকা খুবই সাধারণ ব্যাপার।
তবে সবাই ল্যাপটপ বা কম্পিউটারের সম্পূর্ণ ব্যবহার সম্পর্কে জানেই না, অনেকেরই ধারণা নেই যে এই ডিভাইসগুলির কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলি খবুই গুরুত্বপূর্ণ।
তাই আপনি যদি ল্যাপটপ/কম্পিউটারে নতুন কিনে থাকেন এবং ল্যাপটপে স্ক্রিনশট নিতে জানেন না, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। কারণ আজ আমরা Windows 10 বা Windows 11 OS-এর এমনই কিছু কম্পিউটার শর্টকাট শেখাব, যার মাধ্যমে আপনি কয়েক সেকেন্ডের মধ্যে আপনার ল্যাপটপের স্ক্রিনশট নিতে পারবেন। তাহলে চলুন দেখেন নেওয়া যাক একনজরে।
আরও পড়ুনঃ
Fire-Boltt Phoenix Pro ওয়াচকে অ্যামাজন থেকে ৯২% ছাড়ে মাত্র ৯৯৯ টাকা দিয়ে কিনুন
OnePlus Nord CE 3 5G ফোনটিকে ৩ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে, Amazon সেলে বাম্পার অফার
Laptop Screenshot Shortcut
- Windows key + Print Screen: এই পদ্ধতিটি অবলম্বন করে আপনি একই সাথে উইন্ডোজ কী (Windows Key) এবং প্রিন্ট স্ক্রিন বাটন প্রেস করে একটি স্ক্রিনশট নিতে পারবেন। এতে আপনার স্ক্রীনটি কপি হবে। যা আপনাকে একটি নির্দিষ্ট জায়গায় পেস্ট করতে হবে, যার জন্য আপনাকে ব্যবহার করতে হবে Ctrl+V বাটন।
- Print Screen বাটন: আপনাদের জানিয়েদি যে ল্যাপটপ কীবোর্ডে প্রিন্ট স্ক্রিনের জন্য prt sc চিহ্নিত ডেডিকেটেড বাটন রয়েছে। এই বাটন এর মাধ্যমে আপনি ল্যাপটপে স্ক্রিনে খোলা যেকোনো পেজের স্ক্রিনশট নিতে পারবেন। এক্ষেত্রে আপনি একটি নির্দিষ্ট পেজ খুলে এই কী (Key) প্রেস করতে পারেন, তারপর এটি কপি হয়ে গেলে একটি নির্দিষ্ট জায়গায় তা পেস্ট করতে আপনাকে Ctrl+V ব্যবহার করতে হবে।
- Alt + Print Screen: এই দুটি বাটন একসাথে বেবহার করে Ctrl + V প্রেস করে আপনি ল্যাপটপে স্ক্রিনশট নিতে পারবেন।
- Snip এবং Sketch টুল: এই পদ্ধতিটি Windows 10-এর বেবহারকারিদের জন্য, যেখানে টুলটি অ্যাক্সেস করতে উইন্ডোজ কী + সিফ্ট (Shift) + এস (S) টিপতে হবে। এতে একটি মেনু খুলবে, যার থেকে আপনি স্ক্রিনশটের সাইজ (আয়তক্ষেত্রাকার, ফ্রি-ফর্ম, উইন্ডো এবং ফুল স্ক্রিন) সিলেক্ট করে তা সেভ করতে পারবেন।
- Windows Key + G: এই দুটি বাটন একত্রে প্রেস করলে একটি টপ মেনু খুলবে, যেখান থেকে ক্যামেরা আইকনে ক্লিক করার সাথে সাথে আপনার ল্যাপটপ স্ক্রিন ক্যাপচার হবে।
আরও পড়ুনঃ
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে