১৪ দিন ব্যাটারি ব্যাকআপ ও হার্ট মনিটারিং ফিচার সহ ভারতে লঞ্চ হয়েছে OnePlus Band.
Tech News– ভারতের বাজারে এল উইয়ারেবল ডিভাইস সেগমেন্ট OnePlus Band.
OnePlus এই ফিটনেস ব্যান্ডের বিশেষ বিশেষ ফিচারের হল এতে রয়েছে হার্ট রেট মনিটারিং, 5ATM ও IP68 ডুয়াল রেজিট্যান্স রেটিং, ১৪ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ ইত্যাদি।
আরও পড়ুনঃ 5G নেটওয়ার্ক এর সাথে বাজারে এসেছে Vivo Y31s smartphone, দেখুন দাম ও ফিচার।
এছাড়া এতে রয়েছে ডেডিকেটেড অপটিকাল অক্সিজেন সেন্সর যার সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা পরিমাপ করা যাবে।
OnePlus Band ফিচার
OnePlus Band-এ রয়েছে 1.1 ইঞ্চির AMOLED টাচস্ক্রিন ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলসন 126 পিক্সেল বাই 294 পিক্সেল। এই ফিটনেস ব্যান্ডে রয়েছে 100mAh Lithium Polymer ব্যাটারি। যা 14 দিন পর্যন্ত চলবে। এই ব্যান্ডটি ওয়্যারড চার্জিং ডঙ্গলের সাথে বান্ডলে এসেছে।
এতে অপটিকাল হার্ট রেট সেন্সর, ব্লাড অক্সিজেন সেন্সর, থ্রি-অ্যাক্সিস এক্সিলারোমিটার, এবং জাইরোস্কোপ ফিচার রয়েছে। OnePlus Band-টি IP68 সার্টিফায়েড ও 5ATM ওয়াটার রেসিস্টেন্ট রেটিংযুক্ত। যার জন্য একে ৫০ মিটার গভির জলে ১০ মিনিট পর্যন্ত চালানো যাবে।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
OnePlus ব্যান্ডে Bluetooth 5.0 ভার্সন রয়েছে। এর মধ্যে রয়েছে ইনকামিং কল নোটিফিকেশন ফিচার, মেসেজ নোটিফিকেশন, ফাইন্ড মাই ফোন, ইনকামিং কল রিজেক্টার ফিচার, মিউজিক প্লেব্যাক কন্ট্রোল, স্টপওয়াচ, ভাইব্রেশন সহ টাইমার এলার্ম, ক্যামেরা শাটার কন্ট্রোল, ইত্যাদি।
OnePlus Band এর দাম
এই ব্যান্ডের দাম মাত্র 2,499 টাকা। ব্যান্ডটিকে আপনি ফ্লিপকার্ট ই-কমার্স সাইট থেকে কিনতে পারবেন। এটি কালো রঙে উপলব্ধ রয়েছে।
ফ্লিপকার্ট এই ব্যান্ডের উপরে বিভিন্ন ব্যাঙ্ক অফার দিচ্ছে। আপনি যদি Bank of Baroda ক্রেডিট কার্ড বা AU Bank ডেবিট কার্ড দিয়ে ব্যান্ডটিকে ক্রয় করেন তাহলে অতিরিক্ত 10% ছাড় পেয়ে যাবেন।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।