BSNL নিয়ে এসেছে 365 টাকার প্রিপেড প্ল্যান, যার মিয়াদ 365 দিন, পাওয়া যাবে প্রতিদিন 2GB ডেটা।
BSNL নিয়ে এসেছে একটি বিশেষ প্রিপেড রিচার্জ প্ল্যান। এই প্রিপেইড রিচার্জ পরিকল্পনাটির মুল্য 365 টাকা, যার মিয়াদ 365 দিন অর্থাৎ এক বছরের জন্য উপলব্ধ।
আরও পড়ুনঃ Redmi 9 Prime ফোনটিকে বিপুল ছাড়ে কেনার সুযোগ, কোথায় পাবেন।
BSNL 365 Prepaid Plan
এই রিচার্জ পরিকল্পনার জন্য আপনার খরচা হবে প্রতিদিন মাত্র এক টাকা। এই 365 টাকার রিচার্জ প্ল্যানে দৈনিক 2GB ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। তবে 2 জিবি ডেটা শেষ হওয়ার পরে, এর গতি হ্রাস পাবে 80 kbps এ। এতে প্রতিদিন 100SMS করা যাবে।
BSNL এর এই প্রিপেইড রিচার্জ প্ল্যানটিতে সীমাহীন ভয়েস কলিং সুবিধা পাওয়া যাবে। এই পরিকল্পনাটি একটি কম্বো রিচার্জ প্যাক নিয়ে এসেছে, যাতে 60 দিনের জন্য প্রতিদিন 250 মিনিট কলিং করা যাবে। প্রতিদিন এই 250 মিনিট শেষ হওয়ার পরে, ব্যবহারকারীকে বেস পরিকল্পনার অনুযায়ী চার্জ করা হবে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
BSNL 365 Prepaid Plan– এই প্রিপেড প্ল্যানটি অন্ধ্রপ্রদেশ, আসাম, ছত্তিসগড়, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কর্ণাটক, কেরল, কলকাতা, পশ্চিমবঙ্গ, উত্তর পূর্ব, মহারাষ্ট্র, মধ্য প্রদেশ, তামিলনাড়ু, চেন্নাই, ইউপি পূর্ব এবং ইউপি পশ্চিমে লাইভ করে দেওয়া হয়েছে।