খুব সস্তায় বাজারে আসতে চলেছে Realme C20 স্মার্টফোন, ফাঁস হল দাম এবং ফিচার।
চীনা স্মার্টফোন নির্মাতা কোম্পানি Realme শীঘ্রই একাধিক C সিরিজের ফোন বাজারে লঞ্চ করতে চলেছে। Realme C20 মডেলের স্মার্টফোনটিকে ভিয়েতনামের একটি রিটেল ওয়েবসাইটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ওয়েবসাইট থেকে জানা গেছে যে এই ফোনটিতে থাকবে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে।
ফোনটির মধ্যে থাকবে মিডিয়াটেক হেলিও G35 প্রসেসর, সিঙ্গেল রিয়ার ক্যামেরা সেটআপ, ও 5000mAh এর ব্যাটারি কয়েকদিন আগেও এই সিরিজের Realme C21 ফোনটিকে সার্টিফিকেশন সাইটে লিস্ট করা হয়েছিল।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
Realme C21 ফোন ফিচার
এই ওয়েবসাইট অনুযায়ী, Realme C20 ফোনটির মধ্যে 6.5 ইঞ্চির ফুল এইচডি+ প্লাস ওয়াটারড্রপ নচ আইপিএস এলসিডি ডিসপ্লে থাকবে। এর স্ক্রীন রেজোলিউশন 720 পিক্সেল বাই 16000 পিক্সেল।
ফোনটির মধ্যে বর্গাকার রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া থাকবে। যার মধ্যে থাকবে ৮ মেগাপিক্সেল সেন্সর ও এলইডি ফ্ল্যাশ।সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে থাকবে 05 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা থাকবে।
ফোনটি 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে আসতে চলেছে। মেমোরি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 256GB পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির মধ্যে MediaTek Helio G35 অক্টাকর প্রসেসর থাকবে।
আরও পড়ুনঃ 5G নেটওয়ার্ক এর সাথে বাজারে এসেছে Vivo Y31s smartphone, দেখুন দাম ও ফিচার।
রিয়েল্মি C20 ফোনটি Android 10 অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ারের জন্য ফোনটির মধ্যে থাকবে 5000mAh এর ব্যাটারি।
Realme C20 ফোনের 2GB RAM ও 32GB ইন্টারনাল স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হবে 26,90,000 ভিয়েতনামিজ ডং (যা ভারতীয় মুদ্রায় প্রায় 8,550 টাকার মত)।
আরও পড়ুনঃ খুব শীঘ্রয় ভারতে ফিরে আসছে PUBG গেম, আর মাত্র কয়েকদিনের অপেক্ষা।
ডিসপ্লে | 6.5 ইঞ্চির ফুল এইচডি+ প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে |
ক্যামেরা | 08 MP রিয়্যার এবং 05MP সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | 5000mAh |
র্যাম | 2GB |
ইন্টারনাল স্টোরেজ | 32GB |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | MediaTek Helio G35 অক্টাকর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | 4G |
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।