ভারতের বাজারে আসতে চলেছে সস্তা 5G নেটওয়ার্ক সাপোর্টেড Realme X9 স্মার্টফোন।
খুব শীঘ্রই ভারতের বাজারে আসতে পারে স্লিম ডিজাইন ও 5G নেটওয়ার্ক সাপোর্টেড Realme X9 স্মার্টফোন। তাছাড়া ফোনটি 3.5mm হেডফোন জ্যাক ছাড়া আসতে পারে।
গতকাল রিয়েলমি ইন্ডিয়ার সিইও মাধব শেঠই একটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে কিছু ক্রেডিট কার্ডের সাথে একটি ফোনকে দেখান হয়েছিল। যদিও এই পোস্টে কোনো স্মার্টফোনের নাম উল্লেখ করা হয়নি।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।
রিপোর্ট অনুযায়ী, এই ফোনটি Realme X9 মডেল নামে বাজারে আসতে পারে। GSMArena এর তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে যে, রিয়েলমির সিইও বুদ্ধি করে Realme X9 ফোনটির টিজার প্রকাশ করেছেন। যা সবাই ঠিক মত বুঝতে পারেনি।
ছবিতে দেখা গেছে ফোনটি ছয়টি ক্রেডিট কার্ডের সমান পাতলা। অর্থাৎ এটি একটি পাতলা ফোন হবে সে থেকে বোঝাই যাচ্ছে। ফোনটি দেখতে ঠিক Realme V15 স্মার্টফোনের মত।
Realme X9 ফোনটি Realme V15 5G এর রিব্র্যান্ডেড ভার্সন হিসাবে ভারতে আসতে পারে বলে আশা করা হচ্ছে। Realme V15 5G ফোনটি আপাতত বাজারে উপলব্ধ রয়েছে। তবে খুব শীঘ্রই ফোনটিকে ভারতের বাজারে আনা হবে।
আরও পড়ুনঃ খুব সস্তায় বাজারে আসতে চলেছে Realme C20 স্মার্টফোন, ফাঁস হল দাম এবং ফিচার।
Realme V15 5G ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 800U প্রসেসর, 4300mAh ব্যাটারি যা 50W সুপারডার্ট চার্জিং সাপোর্ট করবে। রিয়েলমি V15 ফোনটির মধ্যে 6.4 ইঞ্চির ফুল এইচডি+ অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এর স্ক্রীন রেজোলিউশন 1080 পিক্সেল বাই 2400 পিক্সেল এবং 20:9 আসপেক্ট রেশিও।
এছাড়া এতে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, 4310mAh এর ব্যাটারি, 8GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ।
আরও পড়ুনঃ Realme C12 ফোনটির দাম 500 টাকা কমানো হয়েছে, দেখুন নতুন দাম।