Tech Tips- বর্তমান সময়ে আধার কার্ড ভারতের প্রত্যেক নাগরিকের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। মোবাইল সিম কেনা থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত প্রতিটি ছোট-বড় কাজেই এই আধার কার্ডের প্রয়োজন। এখন সিম কার্ড সক্রিয় করতে কেওয়াইসি না করলে আপনার সিম কার্ড সক্রিয় হবে না। আপনাদের জানিয়ে রাখি যে নিয়ম অনুযায়ী, একটি আধার কার্ডে বেবহার করে ৯টি পর্যন্ত সিম কার্ড কেনা যাবে। তবে মাঝে মাঝে প্রতারণার ঘটনাও সামনে এসেছে।
অনেক সময়, অন্য কেউ অন্য কারও আধার কার্ড ব্যবহার করে সিম কিনে ব্যবহার করছে এবং যার আধার কার্ড ব্যবহার করে সিম কেনা হয়েছে সে এই সম্পর্কে অবগত নন। যদি আপনার ক্ষেত্রে এই বিষয়ে সন্দেহ হয়ে থাকে তবে আপনি এক মিনিটের মধ্যে এটি সম্পর্কে জেনে নিতে পারবেন। তাহলে চলুন কিভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে আপনার নামে কয়টি সিম কার্ড চালু রয়েছে জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।
আরও পড়ুনঃ
-
দুর্দান্ত ফিচার ও লুকস নিয়ে Google Pixel 8 এবং Pixel 8 Pro স্মার্টফোন বাজারে এসেছে
-
iPhone Offer- দুর্দান্ত অফারে পাওয়া যাচ্ছে Apple iPhone 14
Tech Tips- আপনার নামে কতগুলি সিম কার্ড চলছে তা কীভাবে জানবেন?
- আপনার নামে কতগুলি সিম কার্ড চলছে তা জানার জন্য আপনাকে প্রথমে https://sancharsaathi.gov.in/ (সঞ্চারসাথী) পোর্টালে যেতে হবে। এখানে Keep Yourself Aware মেনু থেকে Know Your Mobile Connections অপশন সিলেক্ট করতে হবে। আবার আপনাকে আপনার মোবাইল নম্বর লিখতে হবে।
- মোবাইল নাম্বার লেখার পর আপনাকে সঠিক ভাবে ক্যাপচা কোড টাইপ করে Validate Captcha অপশনে ক্লিক করতে হবে।
- এবার আপনার ফোনে একটি ওটিপি আসবে। এই ওটিপি দিয়ে লগইন করতে হবে।
- আপনার আধার আইডিতে কয়টি মোবাইল নম্বর (সিম কার্ড) লিঙ্ক আছে তার সব তথ্য আপনার সামনে চলে আসবে। আপনার নামে যতগুলি সিম চালু থাকবে তার লিস্ট এখানে দেখতে পারবেন।
- এখান থেকে আপনি রিপোর্টও করতে পারেন, অর্থাৎ আপনি যদি কোনো নাম্বার না ব্যবহার করে থাকেন বা আপনি হয়ত জানেনিনা যে এটা আপনার নাম্বার, তাহলে সেটি এখান থেকে রিপোর্ট করে বন্ধ করতে পারবেন।
আরও পড়ুনঃ