latest techlatest tech newsMobile PhoneNew SmartphoneSmartphoneTech News Banglatech news todayTechnology NewsTecnotrending tech news
Tecno POP 8 স্মার্টফোন খুবই কম দামে বাজারে এসেছে, দেখেনিন দাম ও ফিচার
Tecno POP 8 ফোনে রয়েছে ৮জিবি র্যামের ক্ষমতা, ৯০ হার্টজ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে এবং ৫০০০এমএএইচ ব্যাটারি।
টেক ব্র্যান্ড Tecno ভারতের বাজারে তাদের নতুন কম বাজেটের স্মার্টফোন লঞ্চ করেছে। কোম্পানিটি তার অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ভারতে Tecno POP 8 স্মার্টফোন লঞ্চ করেছে। ফোনটিতে ৮জিবি র্যাম (৪জিবি+৪জিবি), ৬.৬ ইঞ্চির ডিসপ্লে এবং একটি ৫০০০এমএএইচ-এর ব্যাটারি রয়েছে। চলুন জেনে নেওয়া যাক ফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য।
Tecno POP 8 ফোনটিকে ওয়েবসাইটে তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে তালিকাভুক্ত করা হয়েছে। এই ফোনটি ৩জিবি+৬৪জিবি, ৪জিবি+৬৪জিবি, ও ৪জিবি+১২৮জিবি। ফোনটির দাম কোম্পানির পক্ষ থেকে প্রকাশ করা হয়নি তবে আশা করা হচ্ছে যে Tecno POP 8 এর দাম ৬,৯৯৯ টাকা থেকে শুরু হতে পারে। ফোনটিকে মিস্ট্রি হোয়াইট, অ্যালপেংলো গোল্ড, ম্যাজিক স্কিন এবং গ্র্যাভিটি ব্ল্যাক কালারে পাওয়া যাবে।
আরও পড়ুনঃ
Fire-Boltt Phoenix Pro ওয়াচকে অ্যামাজন থেকে ৯২% ছাড়ে মাত্র ৯৯৯ টাকা দিয়ে কিনুন
OnePlus Nord CE 3 5G ফোনটিকে ৩ হাজার টাকা সস্তায় পাওয়া যাচ্ছে, Amazon সেলে বাম্পার অফার
Tecno POP 8 স্মার্টফোন ফিচার
- Tecno POP 8 ফোনে ৬.৬ ইঞ্চির HD+ ডিসপ্লে রয়েছে, যার স্ক্রীন রেজোলিউশন ৭২০ বাই ১৬১২ পিক্সেল। যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে।
- এই ফোনটিতে 2.2 GHz ক্লক স্পিড সহ Unisoc T606 অক্টাকোর প্রসেসর রয়েছে।
- এই ফোনটি Android 13 ‘Go’ সংস্করণের চলবে।
- এই ফোনে ভারচুয়েল র্যাম সুবিধা রয়েছে। এই ফিচার ব্যবহার করে, ফোনের ৩জিবি র্যাম মডেলে একটি অতিরিক্ত ৩জিবি ভার্চুয়াল র্যাম যোগ করা যেতে পারে এবং ফোনের ৪জিবি র্যাম ভেরিয়েন্টে ৪জিবি ভার্চুয়াল র্যাম যোগ করা যাবে। এটি ফোনটিকে মোট ৬জিবি এবং ৮জিবি র্যাম সহ আনা হয়েছে।
- এই ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে f/1.8 অ্যাপারচার এবং সেকেন্ডারি AI লেন্স সহ একটি ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে পেয়ে যাবেন ৫০০০এমএএইচ-এর ব্যাটারি। এটিতে ১০ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
আরও পড়ুনঃ
Apple iPad এর দাম ৫০০০ টাকা কমেছে, দেখেনিন এর দাম ও ফিচার
Smartphone Offer- নতুন ফোন কেনার আগে দেখে নিন এই ৫টি স্মার্টফোন ডিল, গুগল, অ্যাপল, স্যামসাং সবই রয়েছে অফারে