Tecno Pova 3 স্মার্টফোনে Android 11 OS অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই স্মার্টফোনটি 10 হাজার টাকারও কম দামে অত্যাধুনিক বৈশিষ্ট্য নিয়ে এসেছে, যা বাজেট স্মার্টফোন কেনা গ্রাহকরা অনেক পছন্দ করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক ফোনটির দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
ফিলিপাইনের বাজারে Tecno Pova 3-এর টপ মডেলের দাম PHP 9,399 অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় 13,909 টাকার মত। এই ফোন ফিলিপাইন লঞ্চের পর অন্যান্য বাজারে পাওয়া যাবে। এই স্মার্টফোনটিকে তিনটি কালার ভেরিয়েন্টে ক্রয় করা যাবে।
Tecno Pova 3 ফোন ফিচার
Pova 3 ফোনে 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.9-ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে রয়েছে। এই স্মার্টফোনটিতে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের দ্বিতীয় ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের তৃতীয় ক্যামেরা দেওয়া হয়েছে। এই স্মার্টফোনের সামনে একটি 8-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
প্রসেসরের জন্য এই নতুন Tecno স্মার্টফোনটিতে মিডিয়াটেক হেলিও চিপসেট দেওয়া হয়েছে। স্মার্টফোনটি 4GB RAM/ 64GB স্টোরেজ এবং 6GB RAM/ 128GB স্টোরেজ সহ এসেছে। এর ইন্টারনাল স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। সিকুরিটির জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া হয়েছে। Android 11 ভিত্তিক HiOS-অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে।
ব্যাটারি ব্যাকআপের জন্য এই স্মার্টফোনটিতে 7,000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি একবার চার্জে 48 ঘন্টা পর্যন্ত চলতে পারবে। এর মধ্যে রয়েছে রিভার্স চার্জিং এবং সুপার পাওয়ার সেভিং মোড। বিপরীত চার্জিং ফাংশন অন্যান্য ডিভাইসের জন্য 10W চার্জিং প্রদান করে। এই স্মার্টফোনটিকে চার্জ করার জন্য এর সাথে একটি 33W চার্জার দেওয়া হয়েছে, যা 25W পর্যন্ত চার্জিং স্পিড দেয়।