টেকনো কোম্পানি তাদের নতুন ফোন Tecno POVA 4 স্মার্টফোন ভারতীয় বাজারে শীঘ্রই লঞ্চ করবে বলে জানা গিয়েছে। এর আগে কোম্পানি এই ফোনটির লঞ্চের বিষয়ে মুখ খোলেনি।
এবার কোম্পানির পক্ষ থেকে ভারতের বাজারে Tecno POVA 4 লঞ্চের তারিখ বিষয়ে তথ্য প্রকাশ করেছে। ভারতের বাজারে পা রাখতে চলেছে POVA সিরিজের নতুন হ্যান্ডসেটটি। আবার ই-কমার্স সাইট Amazon এ এই স্মার্টফোনটির একটি ডেডিকেটেড মাইক্রোসাইটও লাইভ করেছে। চলুন দেখে নেওয়া যাক Tecno POVA 4 ফোনে কি কি রয়েছে এবং এর দাম কত হবে।
Tecno POVA 4
Tecno Mobile India-এর অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট করে নিশ্চিত করা হয়েছে যে, Tecno POVA 4 ফোনটি ভারতের মার্কেটে আগামী 7 ডিসেম্বর লঞ্চ করবে।
ই-কমার্স সাইট Amazon-এ এই ফোনটির একটি মাইক্রোসাইটও লাইভ হয়েছে, যা এর মূল স্পেসিফিকেশনগুলি প্রকাশ করেছে। আপনাদের জানিয়ে রাখি যে, ফোনটি গত মাসে বাংলাদেশে লঞ্চ হয়েছিল এবং ভারতীয় ভ্যারিয়েন্টটি বাংলাদেশী সংস্করণের মতোই একই স্পেসিফিকেশন অফার করবে বলে জানা গয়েছে।
অ্যামাজনের তথ্য অনুযায়ী, এই ফোনে সেন্টার্ড পাঞ্চ-হোল ডিসপ্লে এবং একটি সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। এতে গ্রেডিয়েন্ট ব্যাক প্যানেল দেওয়া হবে, যার ওপরের বাঁদিকে তিনটি ক্যামেরার রিং এবং একটি এলইডি ফ্ল্যাশ থাকবে। ফোনটিতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000mAh-এর ব্যাটারি থাকবে।
ফোনটি 8GB RAM এর সাথে 5GB ভার্চুয়াল RAM এবং 128GB অনবোর্ড স্টোরেজ অফার করবে। ফোনটি মিডিয়াটেক হেলিও G99 প্রসেসর সহ আসছে, যা 6 ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত। এই পোভা সিরিজের নতুন ফোনটি নীল এবং কালো কালার অপশনে উপলব্ধ হবে।
যেহেতু ভারতীয় ফোনটি বাংলাদেশের মতোই হবে, তাই আশা করা হচ্ছে যে এই ফোনটিতে এইচডি+ রেজোলিউশন এবং 90 হার্টজ রিফ্রেশ রেট সহ 6.82 ইঞ্চির ডিসপ্লে থাকবে। আবার ফোনটির ব্যাক প্যানেলে থাকতে পারে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি সেকেন্ডারি লেন্স। এদিকে ফোনের সামনে থাকতে পারে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই স্মার্টফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলবে।