Bangla NewsBangla Tech NewsIndialatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech NewsTech News Banglatech news todaytech worldTechnology NewsTecno

দুর্দান্ত ডিজাইন ও পাওয়ারফুল ফিচার সহ লঞ্চ হল Tecno Pova 6 Pro স্মার্টফোন

Tecno Pova 6 Pro স্মার্টফোনে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেলের ক্যামেরা ও মিডিয়াটেক ডায়মেনসিটি 6080 প্রসেসর

Tecno Pova 6 Pro Phone Features
Tecno Pova 6 Pro Phone Features

টেকনো কোম্পানি মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2024 (MWC 2024) এর মঞ্চে দাঁড়িয়ে বাজারে একটি অসাধারণ স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি Tecno Pova 6 Pro নামে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে ভারত সহ অন্যান্য বাজারে বিক্রি হবে এই ফোন। এই ফোনের স্পেসিফিকেশন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক Tecno Pova 6 Pro ফোন ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

এই ফোনের দাম এখনও শেয়ার করেনি কোম্পানি। কিন্তু Tecno Pova 6 Pro ফোনটি এই মাসের শেষের দিকে ভারত, ফিলিপাইন এবং দক্ষিণ আরবে বিক্রি হতে পারে। এছাড়াও, আগামী কয়েক মাসের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং ল্যাটিন আমেরিকায় ফোনটির বিক্রি শুরু হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুনঃ

Tecno Pova 6 Pro ফোন ফিচার

Tecno Pova 6 Pro ফোনে 6.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে। এটিতে 120 হার্টজ রিফ্রেশ রেট, 2160 হার্টজ PWM রেট রয়েছে। ফোনের স্ক্রিনের বেজেল মাত্র 1.3 মিমি পুরু। এটি একটি বাজেট ফোন হিসাবে আসতে চলেছে এবং এই দৃষ্টিকোণ থেকে, ব্যবহারকারীরা এতে দুর্দান্ত অভিজ্ঞতা পেতে চলেছেন।

ফটোগ্রাফির জন্য Tecno Pova 6 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এটিতে 3x অপটিক্যাল জুম এবং 10x ডিজিটাল জুম সহ একটি 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। এছাড়া একটি 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং একটি AI ক্যামেরা লেন্স যুক্ত করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 32-মেগাপিক্সেলের ফ্রন্ট লেন্স এবং ডুয়াল-টোন LED ফ্ল্যাশ রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য 6000mAh ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনে। ফাস্ট চার্জ করার জন্য এতে USB Type-C পোর্ট সহ 70W ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।

Tecno Pova 6 Pro ফোনটি 6 ন্যানোমিটার প্রক্রিয়ায় নির্মিত MediaTek Dimensity 6080 চিপসেট দিয়ে সজ্জিত। এর সাথে গ্রাফিক্সের জন্য Mali-G57 MC2 GPU দেওয়া হয়েছে। Tecno Pova 6 Pro 5G ফোনের দুটি কম্বিনেশন বাজারে আনা হয়েছে। এতে রয়েছে 8GB RAM ও 12GB RAM সহ 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। এতে এক্সটেন্ডেড RAM সাপোর্ট সহ 12GB পর্যন্ত RAM বাড়ানো যাবে, ফলে আপনি এই ফোনে 24GB পর্যন্ত RAM উপভোগ করতে পারবেন।

আরও পড়ুনঃ

Related Articles

Back to top button