মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসর নিয়ে আসতে চলেছে Tecno POVA, দাম মাত্র ৯,৯৯৯ টাকা।
Tecno Pova– স্মার্টফোন কোম্পানি টেকনো আনতে চলেছে সস্তা স্মার্টফোন Tecno POVA । ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে আগামী ১১ই ডিসেম্বর দুপুর ১২টায় বিক্রি করা হবে।
মাত্র ৯,৯৯৯ টাকা থেকে ফোনটির দাম শুরু। ফোনটি আশা করছি Realme, Samsung, Oppo কোম্পানির ফোনগুলির সাথে প্রতিযোগিতায় সম্মুখীন হবে। ফোনটির বিশেষ বিশেষ ফিচার হল মিডিয়াটেক হেলিও জি৮০, কোয়াড ক্যামেরা সেটআপ, ৬০০০এমএএইচ এর বিগ ব্যাটারি।
আরও পড়ুনঃ লঞ্চের আগেই ফাঁস হয়ে গেল Nokia 5.4 ফোনের দাম ও ফিচার, রয়েছে পাঞ্চহোল ডিসপ্লে।
Tecno POVA ফোন ফিচার
Tecno POVA ফোনটির মধ্যে দেওয়া হয়েছে ৬.৮ ইঞ্চির ফুল এইচডি+ ডট ইন-সেল এলসিডি ডিসপ্লে। এর পিক্সেল রেজুলসন ১৬৪০পিক্সেল বাই ৭২০পিক্সেল। Tecno POVA ফোনটিতে ডুয়েল ন্যানো সিম বেবহার করা যাবে।
সেলফি এবং ভিডিও কলিং এর জন্য ফোনটির সামনে রয়েছে ০৮ মেগাপিক্সেলের সিঙ্গেল ফ্রন্ট ক্যামেরা। ফোনটির পিছনে রয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। যার প্রাইমারি ক্যামেরাটি হল ১৬মেগাপিক্সেলের। এছাড়া থাকছে ০২ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা এবং AI লেন্স। এতে থাকছে কোয়াড রিয়ার ফ্ল্যাশ এবং ডুয়েল ফ্রন্ট ফ্ল্যাশ ফিচার।
Tecno POVA ফোনটি 4জিবি র্যাম এবং 64জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। ফোনটির আরও একটি ভেরিয়েন্ট রয়েছে যার মধ্যে থাকছে ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ। মেমোরি কার্ডের মাধ্যমে এর ইন্টারনাল স্টোরেজ ২৫৬জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফোনটির মধ্যে থাকবে মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টাকোর প্রসেসর। ফোনটি চলবে Android 10 অপারেটিং সিস্টেমে।
আরও পড়ুনঃ লঞ্চ হল সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন ZTE Blade V2021 5G, দাম ১১ হাজার টাকার মত।
পাওয়ারের জন্য থাকছে ১৮ ওয়াট ফাস্ট চারজিং যুক্ত ৬০০০এমএএইচ এর নন-রিমুভাল ব্যাটারি। এতে ইউএসবি টাইপ-সি পোর্ট সাপোর্ট করবে। ফোনটির পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।
Tecno Pova ফোনের দাম
Tecno Pova ফোনটিকে ফ্লিপকার্ট ওয়েবসাইট থেকে আগামী ১১ই ডিসেম্বর দুপুর ১২টা থেকে বিক্রি করা হবে। এর ৪জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৯৯৯ টাকা। এদিকে এর ৬জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে ১১,৯৯৯ টাকা। ফোনটি মেজিক ব্লু, স্পীড পারপেল, ও ডেজাল ব্ল্যাক রঙে উপলব্ধ রয়েছে।
ডিসপ্লে | ৬.৮ ইঞ্চির ডট ইন-সেল ডিসপ্লে। |
ক্যামেরা | ১৬+০২+০২+AI এমপি রিয়্যার এবং ০৮ এমপি সেলফি ক্যামেরা। |
ব্যাটারি | ৬০০০এমএএইচ। |
র্যাম | ৪ বা ৬ জিবি |
ইন্টারনাল স্টোরেজ | ৬৪ বা ১২৮ জিবি |
প্রসেসর ও অপারেটিং সিস্টেম | মিডিয়াটেক হেলিও জি৮০ অক্টাকোর প্রসেসর ও Android 10 অপারেটিং সিস্টেম। |
সেন্সর | রিয়ার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। |
নেটওয়ার্ক | ৪জি, ৩জি, ২জি Buy Now |
আরও পড়ুনঃ দাম কমানো হয়েছে Nokia C3 স্মার্টফোনের, কিনুন মাত্র ৬,৯৯৯ টাকা দিয়ে।