Bangla Tech Newslatest tech newsMobile PhoneSmartphoneTech BanglaTech NewsTech News Banglatech news todayTechnology NewsTecnotrending tech news
Tecno Spark 20 Pro ফোনটি 32MP সেলফি এবং 108MP রিয়ার ক্যামেরা সহ সস্তা দামে লঞ্চ হল
Tecno Spark 20 Pro ফোনটিকে খুবই কম দামে বাজারে আনা হয়েছে
টেক ব্র্যান্ড টেকনো বিশ্ব বাজারে তাদের নতুন মোবাইল হিসেবে Tecno Spark 20 Pro লঞ্চ করেছে। কোম্পানি এটি ফিলিপাইনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮জিবি র্যাম এবং MediaTek Helio G99 প্রসেসরের সাথে বাজারে এসেছে। Tecno Spark 20 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম নিচে দেওয়া হল।
এই ফোনটি ফিলিপাইনে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এতে ৮জিবি র্যাম এর সাথে ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে PHP 5,599, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৫০০ টাকার মত। এই ফোনটি মুনলিট ব্ল্যাক, ফ্রস্টি আইভরি, সানসেট ব্লাশ এবং ম্যাজিক স্কিন গ্রিন রঙে পাওয়া যাবে। Tecno Spark 20 Pro ফোনটিকে ভারতের বাজারে কবে লঞ্চ করা হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
আরও পড়ুনঃ
Gas Booking- জেনেনিন কিভাবে WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করবেন
Aadhaar Card News- আধার কার্ডের জন্য অতিরিক্ত ফি নিলে হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা
Tecno Spark 20 Pro ফোন ফিচার
- Tecno Spark 20 Pro ফোনে ৬.৭৮ ইঞ্চির ফুল HD+ ডিসপ্লে রয়েছে। এই পাঁচ-হোল স্টাইলের স্ক্রিন ১২০ হার্টজ রিফ্রেশ সাপোর্ট করে। এই ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমের সাথে লঞ্চ হয়েছে এবং পারফরম্যান্সের জন্য এতে আপনি পেয়ে যাবেন MediaTek Helio G99 octa-core প্রসেসর। গ্রাফিক্সের জন্য এই ফোনে Mali-G57 MP2 GPU যুক্ত করা হয়েছে।
- এই ফোনে মেমরি Fusion ফিচার দেওয়া হয়েছে, যার সাহায্যে এতে অতিরিক্ত 8GB RAM যোগ করা যাবে। অর্থাৎ, ফোনের 8GB ফিজিক্যাল র্যামের সাথে মিলিত হলে, এটি 16GB র্যামের কার্যক্ষমতা পাবে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে ডুয়াল এলইডি ফ্ল্যাশ এবং একটি ভিজিএ লেন্স সহ ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা যুক্ত করা হয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
- পাওয়ার ব্যাকআপের জন্য, এই ফোনে রয়েছে ৫০০০এমএএইচ এর ব্যাটারি। ফোনটিকে দ্রুত চার্জ করার জন্য এতে পেয়ে যাবেন ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং ফিচার। সিকুরিটির জন্য এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। এছাড়া রয়েছে IP53 রেটিং, 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ এবং USB Type-C পোর্টের মতো প্রয়োজনীয় ফিচার।
আরও পড়ুনঃ
Gas Booking- জেনেনিন কিভাবে WhatsApp এর মাধ্যমে রান্নার গ্যাস বুকিং করবেন
Aadhaar Card News- আধার কার্ডের জন্য অতিরিক্ত ফি নিলে হতে পারে ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা