Site icon Technology News

Tecno Spark 20 Pro ফোনটি 32MP সেলফি এবং 108MP রিয়ার ক্যামেরা সহ সস্তা দামে লঞ্চ হল

Tecno Spark 20 Pro

টেক ব্র্যান্ড টেকনো বিশ্ব বাজারে তাদের নতুন মোবাইল হিসেবে Tecno Spark 20 Pro লঞ্চ করেছে। কোম্পানি এটি ফিলিপাইনে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ১০৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা, ৮জিবি র‍্যাম এবং MediaTek Helio G99 প্রসেসরের সাথে বাজারে এসেছে। Tecno Spark 20 Pro ফোনের ফিচার, স্পেসিফিকেশন এবং দাম নিচে দেওয়া হল।

এই ফোনটি ফিলিপাইনে সিঙ্গেল ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে। এতে ৮জিবি র‍্যাম এর সাথে ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে PHP 5,599, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৫০০ টাকার মত। এই ফোনটি মুনলিট ব্ল্যাক, ফ্রস্টি আইভরি, সানসেট ব্লাশ এবং ম্যাজিক স্কিন গ্রিন রঙে পাওয়া যাবে। Tecno Spark 20 Pro ফোনটিকে ভারতের বাজারে কবে লঞ্চ করা হবে সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুনঃ 

Tecno Spark 20 Pro ফোন ফিচার

আরও পড়ুনঃ 

Exit mobile version