খুবই কম দামে Tecno Spark 30C 5G স্মার্টফোন 8জিবি পর্যন্ত RAM ও 48MP ক্যামেরা সহ লঞ্চ হয়েছে
Tecno Spark 30C 5G স্মার্টফোন ভারতীয় বাজারে লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ফিচার
Tecno কোম্পানি তাদের সর্বনিম্ন দামে ভারতীয় বাজারে Tecno Spark 30C 5G স্মার্টফোন লঞ্চ করেছে। এই ফোনটি সার্ক সিরিজের অধীনে আনা হয়েছে। এতে বিভিন্ন ধরনের ফিচার রয়েছে যেমন ভার্চুয়াল র্যাম ফিচার, 8GB পর্যন্ত RAM, 5000mAh ব্যাটারি, 120Hz রিফ্রেশ রেট ডিসপ্লে, MediaTek Dimensity 6300 প্রসেসর। চলুন এই ফোনের দাম এবং স্পেসিফিকেশনের বিস্তারিত জেনে নেওয়া যাক।
আরও পড়ুনঃ
5,000mAh ব্যাটারি এবং 6.71-ইঞ্চি ডিসপ্লে সহ Redmi A3 মাত্র 7,299 টাকায় লঞ্চ হয়েছে
Vivo V30 ও Vivo V30 Pro স্মার্টফোন দুর্দান্ত ফিচার সহ ভারতের বাজারে আসতে চলেছে
এই Tecno Spark 30C 5G স্মার্টফোনটি 4 GB RAM ও 4 GB ভার্চুয়াল RAM সহ 128 GB স্টোরেজ বিকল্পে আনা হয়েছে। এই ফোনের দাম রাখা হয়েছে মাত্র 9,998 টাকা। টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনটির 4GB ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে দিতে হবে মাত্র 10,499 টাকা। এই ফোনটি কোম্পানির ওয়েবসাইট, শপিং সাইট ফ্লিপকার্ট এবং রিটেল আউটলেটের মাধ্যমে কেনা যাবে।
Tecno Spark 30C 5G ফোন ফিচার
Spark 30C 5G স্মার্টফোনটিতে 720 পিক্সেল বাই 1600 পিক্সেল রেজোলিউশন সাপোর্ট সহ একটি বড় 6.67 ইঞ্চির HD LCD ডিসপ্লে রয়েছে। এই স্ক্রীন 120 হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। যার মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রলিং, গেমিং এবং ভিডিও প্লেব্যাক উপভোগ করতে পারবেন।
ফটোগ্রাফির জন্য, টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনের পিছনের প্যানেলে LED ফ্ল্যাশ লাইট সহ একটি 48 মেগাপিক্সেলের Sony IMX582 AI-চালিত ক্যামেরা রয়েছে, যার সাহায্যে ভাল রেজোলিউশনের ছবি পাওয়া যাবে। এতে AI বৈশিষ্ট্য সহ অন্যান্য লেন্স রয়েছে। আবার সেলফি এবং ভিডিও কলের জন্য একটি 8-মেগাপিক্সেলের লেন্স যুক্ত করা হয়েছে।
এই Spark 30C 5G ফোন Android 14 অপারেটিং সিস্টেমের সাথে কাজ করে। টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনে MediaTek Dimensity 6300 5G প্রসেসর রয়েছে যা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি। এটি মাল্টিটাস্কিং সাপোর্ট করে এবং উচ্চ-গতির 5G সংযোগ রয়েছে, যার ফলে মসৃণ গেমিং পারফরম্যান্স পাওয়া যাবে। এই ফোনটিতে মেমরি ফিউশন প্রযুক্তি সহ 8GB পর্যন্ত RAM দেওয়া হয়েছে। এই ফোনে 128GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত করা হয়েছে।
টেকনো স্পার্ক ৩০সি ৫জি ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য 18W ফাস্ট চার্জিং সাপোর্ট 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। জল এবং ধুলাবালি থেকে সুরক্ষার জন্য এতে IP54 রেটিং রয়েছে। এই ফোনে 10T 5G ব্যান্ড এবং NRCA ফিচার যোগ করা হয়েছে। ডুয়াল সিম, 5G, 4G, ওয়াইফাই, ব্লুটুথ, 3.5 মিমি হেডফোন জ্যাক, ডুয়াল স্পিকার এর মত বিভিন্ন ফিচার দেওয়া হয়েছে।