মোবাইল সিমের জন্য আসতে চলেছে নতুন নিয়ম, দেখুন বিস্তারত।
এবার প্রিপেড সিম ইউজারবা খুব সহজেই তাদের কানেকশন কে পোস্টপেইডে রূপান্তরিত করে নিতে পারবেন। মোবাইল ইউজাররা এবার থেকে তাদের প্রিপেড(Prepaid) সিম কে পোস্টপাইডে (Postpaid) রুপান্তরিত করার জন্য আর দ্বিতীয় বার ভেরিফিকেসন করাতে হবে না।
একটি OTP-র মাধ্যমে আপনার সিম কার্ড কে পরিবর্তন করা যাবে। বলা হচ্ছে যে, একটি মাত্র OTP দিয়েই গ্রাহকদের পোস্টপেইড কানেকশন চালু করা যাবে। টেলিকম বিভাগ থেকে খুব শীঘ্রই এই নির্দেশিকা জারি করা হতে পারে। জানা গেছে যে প্রিপেড ইউজাররা নিজেদের কানেকশনকে পোস্টপেইড এ বদলানোর জন্য আর দ্বিতীয়বার ফর্ম ফিলাপ করে আবেদন করতে হবে না। অর্থাৎ গ্রাহকদের আর পুনরায় ভেরিফিকেসন করাতে হবে না। এতে গ্রাহকরা অনেক ঝামেলা থেকে মুক্তি পাবে।
আরও পড়ুনঃ ৫০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হতে চলেছে Moto E7 Plus স্মার্টফোন।
গ্রাহকদের মোবাইল এ আশা OTP দিয়েই ভেরিফিকেসন করা হবে। বিলিং এর জন্য গ্রাহকরা নিজেদের নাম ঠিকানার প্রমাপত্র কোম্পানির ওয়েবসাইট এ স্ক্যান করে আপলোড করতে হবে।
গ্রাহকদের ভেরিফিকেসনের জন্য নতুন নিয়ম তৈরি করে নিয়েছে টেলিকম বিভাগ। এই নতুন নিয়ম এক দু সপ্তাহের মধ্যে জারি করা হতে পারে। বর্তমানে আমাদের দেশে প্রায় ৯০ থেকে ১০০ কোটি প্রিপেড গ্রাহক রয়েছে। এই নির্দেশিকার ফলে বিভিন্ন লোকের সুবিধা হবে।
আরও পড়ুনঃ কোয়াড ক্যামেরা ও ৬০০০এমএএইচ ব্যাটারি নিয়ে লঞ্চ হয়েছে Realme C15 স্মার্টফোন।