আজ থেকে বিক্রি শুরু হচ্ছে সস্তা স্মার্টফোন Realme C11, দাম মাত্র 7,499 টাকা।
Realme C11 Smartphone- বর্তমানে ভারতে অনেকটা বেড়েছে বাজেট স্মার্টফোনের চাহিদা। মানুষ এখন ১০ হাজার টাকার রেঞ্জের স্মার্টফোন বেশি খোঁজ করছে।
আপনি যদি এই রেঞ্জের মধ্যে নতুন স্মার্টফোন নিতে চান তাহলে আপনার জন্য রয়েছে সুখবর। কারণ আজ থেকে Realme C11 স্মার্টফোনের এর সেল দুপুর ১২ টা থেকে Flipkart ও Realme.com ওয়েবসাইট এ শুরু হচ্ছে। এই ফোনে দেওয়া হয়েছে 5000mAh পাওয়ারের ব্যাটারি। সাথে রয়েছে 6.5 ইঞ্চির বড় ডিসপ্লে।
আরও পড়ুনঃ আমেরিকারন কোম্পানি AVITA ভারতে নিয়ে এসেছে নতুন ল্যাপটপ AVITA Liber V, দেখেনিন ফিচার।
Realme C11 ফোনের দামঃ
Realme C11 ফোনের এর দাম 7499 টাকা। এই দাম 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ ফোনের। Axis Bank Buzz ও Flipkart Axis Bank ক্রেডিট কার্ড দিয়ে ক্রয় করলে গ্রাহকরা 10 শতাংশ ছাড় পাবেন। ফোনটিকে আপনি নো-কোস্ট ইএমআই এর মাধ্যমে কিনতে পারেন।
ক্রয় করুনRealme C11 ফিচারঃ
Realme C11 স্মার্টফোনে দেওয়া হয়েছে 6.5 ইঞ্চি ফুল এইচডি+ মিনি ড্রপ নচ LCD ডিসপ্লে। এর স্ক্রীন রেজুলেশন 1600পিক্সেল বাই 720পিক্সেল এবং এস্পেক্ট রেশিও 20:9। এর বডি রেশিও 88.7%। এই ফোনে ডুয়েল সিম এবং 4G নেটওয়ার্ক সাপোর্ট করবে। এতে ফেস আনলক এর বেবস্থা রয়েছে।
ফোনটি মিডিয়াটেক হেলিও G35 প্রসেসরের সাথে লঞ্চ হয়েছে। এর আগে লঞ্চ হওয়া Redmi 9C ফোনেও এই একই প্রসেসর দেওয়া হয়েছিল। এর মধ্যে রয়েছে 2GB RAM এবং 32GB ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এর ইন্টারনাল স্টোরেজ বাড়ানো যাবে।
আরও পড়ুনঃ ভারতে লঞ্চ হতে চলেছে Redmi এর সবথেকে সস্তা স্মার্টফোন।
এই ফোনের Android 10 অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। ফটোগ্রাফির জন্য এর পিছনে দুটি এবং সামনে একটি ক্যামেরা দেওয়া হয়েছে। পিছনে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং সেকেন্ডারি ক্যামেরা 02 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে। আবার সেলফি এবং ভিডিও কলিং এর জন্য সামনে 05 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।
রিয়েলমি সি১১ ফোনে 5000mAh পাওয়ার ব্যাটারি আছে, যেখানে রিভার্স চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এতে মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। কোম্পানি দাবি, ফোনটি ফুল চার্জ করলে একটানা 31 ঘণ্টা কল করা যাবে।