Vivo X90 Pro ফোনের দাম ১০ হাজার টাকা কমানো হয়েছে, দেখে নিন নতুন দাম

Vivo X90 Pro ফোনের দাম অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্তে ফোনটিকে আপনি মাত্র ৭৪৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন।

Phone Offer- Vivo X90 Pro

ভিভো কোম্পানি এই উৎসবের মরশুমে তাদের শক্তিশালী স্মার্টফোন Vivo X90 Pro এর দাম যথেষ্ট কমিয়ে দিয়েছে। আপনি যদি একটি প্রিমিয়াম রেঞ্জের স্মার্টফোন নিতে চান তাহলে এই ফোনটি একটি অসাধারণ অপশন হতে পারে আপনার জন্য। কোম্পানির পক্ষ থেকে এই ফোনের দামে ১০ হাজার টাকা কাট করা হয়েছে। এই ফ্ল্যাগশিপ ফোনে আপনি পেয়ে যাবেন মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০০ প্রসেসর, ৬.৭৮ ইঞ্চির এমোলেড ডিসপ্লে, Zeiss ব্র্যান্ডের 1 ইঞ্চি ক্যামেরা সেন্সরের মতো বেশ কিছু দুর্দান্ত ফিচার। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

Vivo X90 Pro ফোনটির এমআরপি ৯১৯৯৯ টাকা। কিন্তু আপনি এটিকে মাত্র ৭৪৯৯৯ টাকা দিয়ে কিনতে পারবেন। এই দাম ফোনটির ১২জিবি র‍্যাম ও ২৫৬জিবি ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। ফোনটিকে এই দামে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন। এছাড়াও ফোনটির উপরে রয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক অফার, ইএমআই অফার এবং এক্সচেঞ্জ অফার। ফোনটি Legendary Black কালারে উপলব্ধ রয়েছে।

আরও পড়ুনঃ

Vivo X90 Pro ফোন ফিচার

এই ফোনে আপনি পেয়ে যাবেন ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি+ AMOLED ডিসপ্লে। এই স্ক্রিন 2K রেজলিউশন, ১২০ হার্টজ রিফ্রেশরেট, ২৮০০ বাই ১২৬০ পিক্সেল স্ক্রীন রেজুলসন এবং HDR10+ সাপোর্ট করবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং ফান টাচ ওএসে কাজ করে।

ফটোগ্রাফির জন্য ভিভো এক্স৯০ প্রো ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স এবং ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। সেলফি এবং ভিডিও কলের জন্য এতে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

পারফরমান্সের জন্য এই ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি ৯২০০ প্রসেসর এবং Immortalis-G715 GPU যোগ করা হয়েছে। এতে ১২জিবি পর্যন্ত LPDDR5 RAM এবং ২৫৬জিবি UFS 4.0 ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

এই ফোনে পাওয়ার ব্যাকআপের জন্য ৪৮৭০এমএএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং এবং ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। এতে ডুয়েল সিম ৫জি, ৪জি এলটিই, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ ভার্সন, জিপিএস, ও ৩.৫ মিমি অডিও জ্যাক পেয়ে যাবেন। সিকুরিটির জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ

Exit mobile version