Best 5G Smartphone under 15000- প্রতি মাসেই বাজারে নতুন নতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। নিত্য নতুন ফিচারস সহ এই স্মার্টফোনগুলি নিজেদের সেগমেন্টে বড় পরিবর্তন আনছে। আপনি যদি 5G ফোন কেনার কথা ভাবছেন তাও আবার কম দামে তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য। আমরা এখানে 5টি সেরা স্মার্টফোন সম্পর্কে জানাবো যাদের দাম ১৫ হাজার টাকারও কম, আবার এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে, তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক ৫টি সেরা ৫জি স্মার্টফোন সম্পর্কে বিস্তারিত তথ্য।
Vivo T2x 5G স্মার্টফোন
Vivo T2x 5G ফোনের দাম মাত্র 12999 টাকা। এই দাম ফোনটির 4GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের জন্য আপনাকে খরচ করতে হবে 13999 টাকা। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কেনা যাবে।
এই ফোনে রয়েছে 6.58 ইঞ্চির ফুল এইচডি+ এলসিডি ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2408X1080 পিক্সেল। সেলফির জন্য রয়েছে 08 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, এদিকে এর রিয়ার প্যানেলে রয়েছে 50+2 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলে। এতে Dimensity 6020 প্রসেসর দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার
Motorola G62 5G ফোন
Motorola G62 5G ফোনের দাম 14999 টাকা। এই দাম ফোনটির 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের। এই ফোনটি একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। ফোনটিকে Midnight Grey এবং Frosted Blue কালারে ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে।
এই ফোনে দেওয়া হয়েছে 6.55 ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2400X1080 পিক্সেল। সেলফির জন্য রয়েছে 16 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, এদিকে এর রিয়ার প্যানেলে রয়েছে 50+08+02 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলে। পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon695 5G প্রসেসর। এই ফোনটির ওজন 184 গ্রাম।
Samsung Galaxy F14 5G ফোন
Samsung Galaxy F14 5G ফোনের 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14990 টাকা। এই ফোনটি একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টে উপলব্ধ রয়েছে। ফোনটিকে OMG Black কালারে ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে। ফোনটির আসল দাম 18490 টাকা। কিন্তু ফোনটির উপরে 18% ছাড় পাওয়া যাচ্ছে। যার জন্য ফোনটির দাম এত কম।
পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে Exynos 1330 5G, Octa Core প্রসেসর। এই ফোনটির ওজন 205 গ্রাম।এই ফোনে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ LCD ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2408 X 1080 পিক্সেল। সেলফির জন্য রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, এদিকে এর রিয়ার প্যানেলে রয়েছে 50+02 মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 6000mAh এর ব্যাটারি। ফোনটি Android 13 অপারেটিং সিস্টেমে চলে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
Poco X5 5G স্মার্টফোন
Poco X5 5G ফোনটিকে Jaguar Black, Supernova Green এবং Wildcat Blue কালারে পাওয়া যাবে। Poco X5 5G ফোনের 6GB RAM ও 128GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 14999 টাকা। এদিকে এর 8GB RAM ও 256GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম পড়বে 16999 টাকা। ফোনটিকে ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে পাওয়া যাবে।
এই ফোনে দেওয়া হয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ Super AMOLED ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2400 X 1080 পিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট। সেলফির জন্য রয়েছে 13 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, এদিকে এর রিয়ার প্যানেলে রয়েছে 48+08+02 মেগাপিক্সেলের তিনটি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে Qualcomm Snapdragon 695 5G, Octa Core প্রসেসর। এই ফোনটির ওজন 188 গ্রাম। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
Infinix Hot 20 5G ফোন
Infinix Hot 20 5G ফোনের 4GB RAM ও 64GB ইন্টারনাল স্টোরেজ ভেরিয়েন্টের দাম 11499 টাকা। আবার এর 6GB RAM ও 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম দিতে হবে 13499 টাকা। ফোনটিকে Space Blue, Blaster Green, এবং Racing Black কালারে ফ্লিপকার্ট থেকে ক্রয় করা যাবে। এই ফোনে দেওয়া হয়েছে 6.6 ইঞ্চির ফুল এইচডি+ IPS ডিসপ্লে। যার স্ক্রীন রেজুলসন 2408 X 1080 পিক্সেল এবং 120 হার্টজ রিফ্রেশ রেট।
সেলফির জন্য রয়েছে 08 মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা, এদিকে এর রিয়ার প্যানেলে রয়েছে 50+AI মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে পেয়ে যাবেন 5000mAh এর ব্যাটারি। ফোনটি Android 12 অপারেটিং সিস্টেমে চলে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ফোনটির ইন্টারনাল স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে। পারফরমান্সের জন্য এতে দেওয়া হয়েছে Dimesity 810, Octa Core প্রসেসর। এই ফোনটির ওজন 204 গ্রাম। সিকুরিটির জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।
আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার