U&i My Beats 2.0 ও U&i My Life স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

ভারতের বাজারে লঞ্চ হল U&i কোম্পানির দুটি নতুন স্মার্টওয়াচ। যেগুলি হল U&i My Beats 2.0 এবং U&i My Life। এই ঘড়ি দুটিকে 4000 টাকারও কম বাজারে আনা হয়েছে।

U&i My Beats 2.0 and U&i My Life
 
এই ঘড়িগুলি অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতো দেখতে। U&i My Beats 2.0 ঘড়িটি প্রিমিয়াম মডেল এবং এতে রয়েছে জিপিএস ট্র্যাকার। এই দুটি ঘড়ি ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ বাজারে লঞ্চ হয়েছে। এতে একাধিক হেলথ ফিচার এবং স্পোর্টস মোড রয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন U&i My Beats 2.0 এবং U&i My Life স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।

U&i My Beats 2.0 এবং U&i My Life স্মার্টওয়াচ ফিচার

U&i My Beats 2.0 স্মার্টওয়াচটি থ্রিডি ডিসপ্লে সহ এসেছে কিন্তু এর ঘড়িটির স্ক্রিনের সঠিক পরিমাপ এখনো জানা যায়নি। এতে আপনি পেয়ে যাবেন অ্যালয় কেস এবং আরামদায়ক সিলিকন স্ট্র্যাপ। এর ডানদিকে একটি রোটেটিং বেজেল দেওয়া হয়েছে।
 
আরও পড়ুনঃ Samsung Galaxy Watch 6 ও Galaxy 6 Classic স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন ফাম ও ফিচার
 
হেলথ ফিচার হিসাবে এতে পেয়ে যাবেন হার্ট রেট মনিটর ফিচার, স্লিপ মনিটর ফিচার এবং বিভিন্ন স্পোর্টস মোড। ব্যবহারকারী কতটা দূরত্ব অতিক্রম করেছে তা জানার জন্য ঘড়িটিতে জিপিএস সাপোর্ট করবে।
 
U&i My Life স্মার্টওয়াচ-এ রয়েছে 1.8 ইঞ্চি ডিসপ্লে। তাছাড়া ঘড়িটি অ্যাপেল ওয়াচ আল্ট্রার মতো ডিজাইন সহ এসেছে অর্থাৎ এতে রয়েছে ক্রোম অ্যালয় কেসিং ও ইনফিনিটি লুপ স্ট্র্যাপ। 
 
এতে রয়েছে ইন-বিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। তাই হাতের ঘড়ি থেকেই সরাসরি ফোন কল করা যাবে এবং ফোন রিসিভ করা যাবে। এই ঘড়িতে পাওয়া যাবে ডায়াল প্যাড এবং কন্ট্যাক্ট মজুত রাখার জন্য থাকছে ইন্টারনাল স্টোরেজ।
এদিকে নতুন এই মডেলটিতে রয়েছে হার্ট রেট এবং স্লিপ প্যাটার্ন ট্র্যাক ফিচার। এতে ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে IP68 রেটিং। সেই সঙ্গে ঘড়িটিতে পাওয়া যাবে একাধিক স্পোর্টস মোডের সুবিধা। ব্লুটুথ কলিং ফিচার যুক্ত এই ঘড়িতে থাকছে ইনবিল্ট স্পিকার ও মাইক্রোফোন।
 
U&i My Beats 2.0 স্মার্টওয়াচ দাম 3699 টাকা রাখা হয়েছে। এদিকে U&i My Life স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 2499 টাকা। প্রথমটি ঘড়িটিকে ব্ল্যাক এবং হোয়াইট কালারে ক্রয় করা যাবে, আর পরেরটিকে ক্লাসিক ব্ল্যাক এবং ফ্লোরোসেন্ট অরেঞ্জ কালার অপশনে কেনা যাবে। ঘড়িগুলিকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট ও বিভিন্ন রিটেল স্টোরে বিক্রির জন্য উপলব্দ করা হয়েছে।
 
আরও পড়ুনঃ ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে
Exit mobile version