Aadhaar CardBangla NewsBangla Tech Newslatest techlatest tech newslatest technology newstech guidetech news todaytech worldtips and trics

Aadhaar Update- ফ্রীতে আধার কার্ড উপডেট করার সময়সীমা বাড়াল UIDAI, আজই করিয়ে নিন আধার উপডেট

কিভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আধার উপডেট করবেন জেনেনিন।

Aadhaar Mobile Update

Aadhaar Update- বর্তমান সময়ে আধার কার্ড (Aadhaar Card) প্রত্যেক ভারতীয়র জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ নথিতে পরিণত হয়েছে। বার্থ সার্টিফিকেট বা জন্মের শংসাপত্র সংগ্রহ করা থেকে শুরু করে ট্যাক্স প্রদান, স্কুল-কলেজে ভর্তি হওয়া,  ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা, বা যেকোনো সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার জন্য আধার কার্ড প্রয়োজন। তাই আধার কার্ডে কোনো তথ্য ভুল থাকে তাহলে UIDAI তা শুধরানোর বা কারেকশন করার বিকল্প দিয়ে থাকে।

আরও পড়ুনঃ Realme 11X 5G ফোনে বাম্পার ডিসকাউন্ট অফার, রয়েছে 6GB RAM এবং 5,000mAh ব্যাটারি

আপনাদের জানিয়ে রাখি যে অনলাইন ও অফলাইনে আধার কার্ড ডেটা আপডেট করার জন্য ৫০ টাকা ফি প্রদান করতে হয় সরকারকে। কেন্দ্রীয় সরকার সীমিত সময়ের জন্য অর্থাৎ আগামী ১৪ই জুন পর্যন্ত নাগরিকদের তাদের আধার কার্ড আপডেট করার অনুমতি দিয়েছিল বিনামুল্যে। এবার এই তারিখ আরও তিনমাস বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ আপনি আপনার আধার কার্ড বিনামুল্যে উপডেট করতে পারবেন ১৪ই ডিসেম্বর ২০২৩ পর্যন্ত। এর জন্য আপনাকে myAadhaar (https://myaadhaar.uidai.gov.in/) পোর্টালে যেতে হবে। তবে এই আধার উপডেট করার জন্য আপনাকে ইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট দিতে হবে স্ক্যান করে।

আধার কার্ড উপডেট করার জন্য ‘মাইআধার’ পোর্টালে (https://myaadhaar.uidai.gov.in/) গিয়ে সম্পূর্ণ বিনামূল্যে উক্ত আপডেট করার সুবিধা পাবেন। তবে আপনারা শুধুমাত্র ই-আধার পোর্টালের মাধ্যমেই বিনামুল্যে আধারের তথ্য আপডেট করাতে পারবেন। আপনি যদি নিকটবর্তী কোনো আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার উপডেট এর কাজটি করেন তাহলে আপনাকে ৫০ টাকা দিতে হবে।

Aadhaar Update- অনলাইনে আধার কার্ড কীভাবে আপডেট করবেন জেনেনিন

প্রথমে আপনাকে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করতে হবে। এখান থেকে Aadhaar Self Service Portal ট্যাব খুলতে হবে।

এরপর একটি নতুন পেজ খুলবে। এখানে আপনাকে আপনার আধার নম্বর এবং ক্যাপচা (Captcha) কোড লিখে পোর্টালে লগ ইন অপশন এ ক্লিক করতে হবে৷ এবার ‘Send OTP’ অপশনে ক্লিক করতে হবে। আপনার আধার যুক্ত মোবাইল নম্বরে একটি ওয়ান-টাইম পাসওয়ার্ড বা OTP যাবে। এটিকে এন্টার করে লগ ইন করতে হবে। লগইন করার পর, ‘Proceed to Aadhar Document Update’ লেখা একটি বাটন পাবেন, এখানে ক্লিক করতে হবে।

এবার এখানে আপনাকে POI এবং POA অর্থাৎ ইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ ডকুমেন্ট স্ক্যান করে উপ্লোড করতে হবে। এবার ‘Proceed’ এবং পরবর্তীতে যাবতীয় তথ্য আরেকবার মিলিয়ে নিয়ে ‘Submit’ বাটনে ক্লিক করুন।

আরও পড়ুনঃ 5G Smartphone: সেরা 5টি 5G স্মার্টফোন! যাদের দাম খুবই কম

Related Articles

Back to top button