ইলেকট্রনিক পন্য নির্মাতা প্রতিষ্ঠান Inbase ভারতীয় গ্রাহকদের জন্য একটি নতুন Urban FIT S স্মার্টওয়াচ নিয়ে এসেছে। অ্যাপল ওয়াচের মতো দেখতে ঘড়িটিতে 1.78-ইঞ্চির AMOLED ডিসপ্লে রয়েছে।
এই ডিভাইসটি একক চার্জে 10 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ প্রদান করবে। এছাড়াও এতে রয়েছে ব্লুটুথ কলিং ফিচার এবং স্বাস্থ্য ও ফিটনেস মনিটর সেন্সর। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন আরবান ফিট এস স্মার্টওয়াচের দাম এবং ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
Urban FIT S স্মার্টওয়াচটির দাম ভারতীয় বাজারে 12,999 টাকা। তবে ই-কমার্স সাইট ফ্লিপকার্টে এই স্মার্টওয়াচটিকে আপনি মাত্র 4,999 টাকা দিয়ে ক্রয় করতে পারবেন। ক্রেতারা চারটি রঙের বিকল্প থেকে তাদের পছন্দের স্মার্টওয়াচটি বেছে নিতে পারেন- কালো, সবুজ, সিলভার এবং গ্রে।
Urban FIT S স্মার্টওয়াচ ফিচার
নতুন আরবান ফিট এস স্মার্টওয়াচে 368 পিক্সেল বাই 448 পিক্সেল স্ক্রীন রেজোলিউশন সহ 1.78-ইঞ্চির AMOLED ডিসপ্ল রয়েছে। এর ডিসপ্লেটি 550 নিটের সর্বোচ্চ উজ্জ্বলতা প্রদান করবে।
পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হয়েছে 250mAh ব্যাটারি, যা 2 ঘন্টার মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যাবে। এটি স্ট্যান্ডবাই মোডে 30 দিনের জন্য সক্রিয় থাকবে।
যদি আপনি এই ডিভাইসটিকে ক্রয় করেন তাহলে এতে পেয়ে যাবেন হার্ট রেট মনিটর ফিচার, ব্লাড অক্সিজেন (SpO2) মনিটর সেন্সর। এতে 120টি স্পোর্টস মোড দেওয়া হয়েছে। এছাড়াও ফোন কল করার জন্য একটি মাইক্রোফোন এবং স্পিকার রয়েছে। এটি ব্লুটুথ সংযোগের মাধ্যমে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় ডিভাইসের সাথে কানেক্ট করা যাবে।