ঘড়িটির ডিসপ্লের উপর দেওয়া হয়েছে থ্রিডি কার্ভড গ্লাসের আচ্ছাদন। এই ঘড়িটির ইনফিনিটি লুপ স্ট্র্যাপ ব্যবহারকারীকে দীর্ঘক্ষণ স্বাচ্ছন্দ্য প্রদান করবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক নতুন এই URBAN Pro M স্মার্টওয়াচের দাম ও ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য।
ভারতীয় বাজারে URBAN Pro M স্মার্টওয়াচের দাম 1999 টাকা রাখা হয়েছে। ঘড়িটিকে কোম্পানির নিজস্ব ওয়েবসাইট, বিভিন্ন ই-কমার্স সাইট এবং অফলাইন রিটেল স্টোর থেকে ক্রয় করা যাবে। ঘড়িটি মিষ্টি ব্লু, মিডনাইট ব্ল্যাক, স্মোকি গ্রে, ট্রেন্ডি অরেন্জ এবং ব্লাশ পিঙ্ক এই কালারে পাওয়া যাবে।
URBAN Pro M ঘড়ির ফিচার
- এই Pro M স্মার্টওয়াচটিতে আপনি পেয়ে যাবেন 1.91 ইঞ্চির এইচডি ডিসপ্ল, যা 500 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করবে।
- এর ক্রিস্টাল ক্লিয়ার ডিসপ্লের ডান ধারে দেওয়া হয়েছে একটি ক্রাউন বাটন। এই ঘড়িটি ব্লুটুথ কলিং ফিচার সহ বাজারে লঞ্চ হয়েছে। এর জন্য এই ঘড়িটিতে নয়েজ আইসোলেশন মাইক এবং স্পিকার দেওয়া হয়েছে। সেই সঙ্গে ঘড়িটিতে AI ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট দেওয়া হয়েছে।
- হেলথ ফিচার দিক থেকে ঘড়িটিতে আপনি পেয়ে যাবেন ব্লাড প্রেসার মনিটর ফিচার, SpO2 সেন্সর, হার্ট রেট ট্র্যাকার ফিচার, ও অন্যান্য।
- সাথে আপনি পেয়ে যাবেন 137টি স্পোর্টস মোডের সুবিধা, কাস্টমাইজেবল ওয়াচফেস, স্মার্ট নোটিফিকেশন, ওয়েদার আপডেট ফিচার।
- কোম্পানির মতে এই ঘড়িটি একবার চার্জে 7 দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।
- জল ও ধুলো থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP67 রেটিং।