5G5G Smartphonelatest techlatest tech newslatest technology newsMobile PhoneSmartphoneTech NewsTech News Banglatech news todaytech worldTechnology Newstrending tech newsVivo

ভিভো বাজারে আনতে চলেছে Vivo Drone Flying Camera ফোন, যা আকাশে উড়ে উড়ে ছবি তুলবে

Vivo Drone Flying Camera ফোন 2023 সালে লঞ্চ করতে পারে। এই ফোনটিকে কোম্পানি 5G ফোন হিসাবে বাজারে আনতে চলেছে। যদি এই ধরনের ফোন বাজারে লঞ্চ করা হয়, তবে এই স্মার্টফোনটি মানুষের মধ্যে একটি বড় পরিবর্তন আনতে পারবে বলে আশা করা হচ্ছে।

Vivo Drone Flying Camera ফোন:- ভিভো ফ্লাইং ড্রোন ক্যামেরা ফোন 2023 সালে লঞ্চ করতে পারে। এই ফোনটিকে কোম্পানি 5G ফোন হিসাবে বাজারে আনতে চলেছে। যদি এই ধরনের ফোন বাজারে লঞ্চ করা হয়, তবে এই স্মার্টফোনটি মানুষের মধ্যে একটি বড় পরিবর্তন আনতে পারবে বলে আশা করা হচ্ছে। Vivo কোম্পানি প্রতি বছর তাদের ফ্ল্যাগশিপ থেকে বাজেট ফোন পর্যন্ত অনেক ফোন লঞ্চ করে চলেছে। আপনাদের জানিয়ে রাখি যে Vivo কোম্পানির Vivo Drone Flying Camera-এর এই স্মার্টফোনটিই এখন পর্যন্ত ভারতে লঞ্চ হওয়া প্রথম স্মার্টফোন হতে চলেছে। যা ড্রোন হিসাবে কাজ করবে। আজকের নিবন্ধে, আমরা আপনাকে এই দুর্দান্ত Vivo স্মার্টফোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য দিতে যাচ্ছি, তাই শেষ পর্যন্ত এই নিবন্ধটি একবার দেখে নিন।

Vivo Drone Flying Camera

আরও পড়ুনঃ NoiseFit Fuse Plus স্মার্টওয়াচ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

এই ফোনটির দাম সম্পর্কে কোন তথ্য এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে ভারতের বাজারে এই ফোনের দাম 30000 টাকা হতে পারে। তবে ফোনটির আসল দাম কত হবে ফোনটি লঞ্চের পরেই জানা যাবে।

Vivo Drone Flying Camera ফোন ফিচার

ভিভো ফ্লাইং ড্রোন ফোনে একটি 6.9-ইঞ্চির সুপার অ্যামোলেড ফুল টাচ স্ক্রিন সহ অলওয়েজ অন ডিসপ্লে দেওয়া থাকছে। যার স্ক্রীন রেজুলসন হবে 1440 পিক্সেল বাই 3200 পিক্সেল এবং 144 হার্টজ রফ্রেস রেট। এর ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস 7 সুরক্ষা দেওয়া হয়েছে। পারফরমেন্সের জন্য Vivo Flying Drone ফোনে থাকছে Snapdragon 898 5G প্রসেসর।

Vivo Flying Drone ফোনে থাকছে 12GB RAM এবং 512GB ইন্টারনাল স্টোরেজ। ভিভো ফ্লাইং ড্রোন ফোনে নিজের সেলফি তুলতে, আপনাকে ফোনের সামনে একটি 64-মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হবে। রিয়ার ক্যামেরা হিসাবে এরে পেয়ে যাবেন 32 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড লেন্স, 16 মেগাপিক্সেলের ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনে প্রাইমারি ক্যামেরা 200 মেগাপিক্সেলের দেওয়া হয়েছে।

পাওয়ার ব্যাকআপের জন্য Vivo Flying Drone ফোনে 6900mAh এর শক্তিশালী ব্যাটারি থাকছে, যা 65W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এতে 5G নেটওয়ার্ক সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে সাপোর্ট করবে Bluetooth, Wi-Fi, GPRS ইত্যাদি। ফোনটিতে কি কি ফিচার থাকবে তার সমস্ত তথ্য ফোনটি লঞ্চ হওয়ার পরেই জানা যাবে।

আরও পড়ুনঃ Oppo A78 4G স্মার্টফোন 5000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, দেখুন দাম ও ফিচার

Related Articles

Back to top button