4100mAh এর ব্যাটারি নিয়ে বাজারে লঞ্চ হয়েছে Vivo S7e 5G স্মার্টফোন।
Vivo S7e 5G– স্মার্টফোন নির্মাতা কোম্পানি Vivo ভিভো চীনে নতুন S সিরিজ হ্যান্ডসেট ভিভো S7e 5G বাজারে নিয়েছে। ভিভো S7e 5G স্মার্টফোনে Dimensity 720 চিপসেট দেওয়া হয়েছে।
ভিভো S7e 5G ডিভাইসটিতে মোট চারটি ক্যামেরা দেওয়া হয়েছে (ট্রিপল রিয়ার ক্যামেরা এবং একটি সেলফি ক্যামেরা)। তাহলে চলুন জেনে নিই Vivo S7e 5G ফোনের দাম এবং স্পেসিফিকেশন সম্পর্কে।
আরও পড়ুনঃ ট্রিপল রিয়ার ক্যামেরার সাথে লঞ্চ হয়েছে Honor 30i স্মার্টফোন, দেখুন দাম ও ফিচার।
Vivo S7e 5G ফিচার ও স্পেসিফিকেশন
ভিভো S7e 5G স্মার্টফোনটি Android 10 এর ভিত্তিতে Funtouch OS 10.5 সিস্টেমে কাজ করে। এই ডিভাইসটিতে ৬.৪৪ ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে দেওয়া হয়েছে, যার স্ক্রীন রেজুলসন ১০৮০ পিক্সেল বাই ২৪০০ পিক্সেল।
ফোনটির মধ্যে ০৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে। এছাড়া এতে ৪১০০ এমএএইচ ব্যাটারি সমর্থন দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। এই স্মার্টফোনটিতে MediaTek Dimensity 720 প্রসেসর রয়েছে। এই ডিভাইসটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার যুক্ত করা হয়েছে।
ফটোগ্রাফির জন্য, কোম্পানি ভিভো S7e 5G ফোনটিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ দিয়েছে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, দ্বিতীয় ০৮মেগাপিক্সেল ওয়ায়েড এঙ্গেল ম্যাক্রো লেন্স এবং তৃতীয়টি ০২মেগাপিক্সেলের লেন্স রয়েছে। এছাড়া ফোনটির সামনে একটি ৩২মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ১০,০০০ টাকার মধ্যে নতুন Moto E7 Plus স্মার্টফোন, রয়েছে দুর্দান্ত ফিচার।
ভিভো S7e 5G স্মার্টফোনটিতে ৫ জি, Bluetooth version 5, ৩.৫ মিমি হেডফোন জ্যাক এবং ইউএসবি টাইপ-সি পোর্টের মতো ফিচার রয়েছে।
Vivo S7e 5G দাম
ভিভো S7e 5G স্মার্টফোনটির দাম ও বিক্রয় সম্পর্কিত কোনও তথ্য প্রকাশিত হয়েনি। ১১ নভেম্বর ফোনটির দাম প্রকাশিত হতে পারে। একই সাথে, এই ফোনটিকে কালো, নীল এবং সিলভার রঙের বিকল্প উপলব্ধ করা হবে।